Android-এ আর পাওয়া যাবে না ‘লং-প্রেস’ অ্যাপ-নোটিফিকেশন, দেখে নিন কেমন বদল আনছে Google

Last Updated:

আগে এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা তাদের ডিভাইস আনলক না করেই দ্রুত নোটিফেকেশন দেখে নিতে পারতেন৷ আর সেই সুযোগ পাওয়া যাবে না।

Android: বেশ কিছুটা বদলাতে চলেছে Android-এর অভিজ্ঞতা। আমেরিকার টেক-জায়ান্ট Google তার লেটেস্ট Android 14 আপডেটে একটি বদল আনছে। এবার থেকে আর হোম স্ক্রিনে অ্যাপ আইকন ‘লং প্রেস’ করে নোটিফিকেশন প্রিভিউ করা যাবে না। আগে এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা তাদের ডিভাইস আনলক না করেই দ্রুত নোটিফেকেশন দেখে নিতে পারতেন৷ আর সেই সুযোগ পাওয়া যাবে না।
এর আগে, হোম স্ক্রিন বা অ্যাপ ড্রয়ারে অ্যাপ আইকন ‘লং প্রেস’ করে অ্যাপের নোটিফিকেশন দেখে নেওয়া যেত। একাধিক নোটিফিকেশন থাকলে, শুধুমাত্র প্রথমটি সম্পূর্ণ দেখানো হত, সঙ্গে নোটিফিকেশন কাউন্টও থাকত। এরপর চাইলে ব্যবহারকারী ‘সোয়াইপ’ করে নোটিফিকেশন খুলতে পারতেন, চাইলে বাতিলও করে দিতে পারতেন।
advertisement
advertisement
একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, Android 14-এ, কোনও ব্যবহারকারী যখন একটি আইকন দীর্ঘক্ষণ চাপবেন, তখন তিনি অ্যাপের তথ্য, পজ অ্যাপ এবং উইজেট সহ অ্যাপ শর্টকাট দেখতে পাবেন। এই মেনুতে আর নোটিফিকেশন পাওয়া যাবে না৷ তবে নোটিফিকেশন পাওয়ার পরিবর্তে, Google এই তিনটি শর্টকাটের জন্য মাথার উপরে একটি পৃথক তালিকা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সেগুলি আরও বেশি প্রাধান্য পাবে।
advertisement
গত গ্রীষ্মেই Android 14 বিটা প্রোগ্রাম চালানোর সময় Google এই পরিবর্তনটির বিষয়ে জানিয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, টেক জায়ান্ট তার Android 14-এ লং-প্রেস নোটিফিকেশন ফিচারটি সরিয়ে দিয়েছে। আসলে ব্যবহারকারীদের কাছে আরও সহজ করে তোলাই তাদের লক্ষ্য।
advertisement
এতদিন শুধুমাত্র Android ডিভাইসে এই লং-প্রেস-এর মাধ্যমে নোটিফিকেশন দেখা সম্ভব ছিল। এর ফলে কিছু মানুষ বুঝতেই পারতেন না কীভাবে কী হবে। এই ফিচারটি সরিয়ে দিয়ে সংস্থাটি Android 14-এ সকলের জন্য সামঞ্জস্যপূর্ণ একটি ব্যবস্থা তৈরি করতে চাইছে। যা একই সঙ্গে ইউজার-ফ্রেন্ডলি হবে।
এদিকে, OnePlus সম্প্রতি জানিয়েছে, ভারতে তাদের OnePlus 11 স্মার্টফোনটিতে OxygenOS 14 আপডেট থাকছে। এই সিস্টেম Android 14-এর উপর ভিত্তি করেই তৈরি।
advertisement
OnePlus সরাসরি তার ফোরামে ঘোষণা করেছে, ভারতে OnePlus 11 5G ডিভাইসের জন্য আপডেটেড Android 14 রাখবে। উপযুক্ত স্মার্টফোনগুলিতে ফার্মওয়্যার সংস্করণ CPH2447_14.0.0.201 (EX01) আপডেট করা যাবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Android-এ আর পাওয়া যাবে না ‘লং-প্রেস’ অ্যাপ-নোটিফিকেশন, দেখে নিন কেমন বদল আনছে Google
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement