iPhone 13: কোন অঙ্গ ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে! iPhone 13 লঞ্চের পরই খুঁজছে লোকজন!

Last Updated:

iPhone 13: পেমেন্ট অপশনে কিডনি আছে? মজা করে অনেকে এমনও বলছেন।

#মুম্বই: শখের দাম লাখ টাকা। আর এই কথায় সত্যিই কোনো ভুল নেই। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাঁরা গাড়ি বা মোবাইলের শখ পুষে রাখেন। আবার অনেকেই এমন আছেন যাঁরা অ্যাপেলের আইফোনের প্রতি আসক্ত। মঙ্গলবারই লঞ্চ হয়েছে আইফোন 13। নতুন লঞ্চ হওয়া এই ফোনে অনেকগুলি নতুন ফিচার দেওয়া হয়েছে। ফাইভ-জি কানেক্টিভিটি, ফাস্ট চিপস, আরও বেশি সার্প ক্যামেরা রয়েছে নতুন এই মডেলে। যিদও অনেকে আবার মজা করে বলেছেন, আগের মডেলের ক্যামেরায় কিছুটা পরিবর্তন করে অ্যাপেল প্রতি বছর নতুন মডেল লঞ্চ করে দেয়। এই ফোনের লঞ্চ নিয়ে এমনিতেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার আবহাওয়া তৈরি হয়েছিল। তবে আইফোনের এই মডেলের দামও আকাশ ছোঁয়া। ফলে সাধারণ মধ্যবিত্তের কাছে এই ফোন কেনা মানে খানিকটা স্বপ্নপূরণের মতো।
advertisement
advertisement
আইফোন 13 লঞ্চ হওয়ার পর থেকেই অনেকে মজা করতে শুরু করেছেন। এই নিয়ে মিম-এর ছড়াছড়ি। আইফোন 13, আইফোন 13 প্রো, আইফোন 13 প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে। 128gb, 256gb ও 512gb ভেরিয়েন্টে। ভারতে আইফোন 13- এর দাম হবে এক লাখ ১৯ হাজার ৯০০ টাকা। প্রো ম্যাক্স এর দাম হবে এক লাখ ২৯ হাজার ৯০০ টাকা। আইফোন 13 মিনি-র দাম যা ছিল তাই থাকবে। ৮৯ হাজার ৯০০ টাকা। আইফোন 13 লঞ্চ হওয়ার পর থেকেই অনেকে মজা করে গুগল সার্চে গিয়ে লিখছেন, কোন অঙ্গ ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে! কেউ আবার পেমেন্ট অপশনে কিডনি রয়েছে কিনা মজা করে জিজ্ঞেস করছেন।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iPhone 13: কোন অঙ্গ ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে! iPhone 13 লঞ্চের পরই খুঁজছে লোকজন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement