robot performs yoga: অবিকল মানুষের মতো, মানুষের থেকেও ভাল যোগাসন করছে 'এই' রোবট... দেখে হাঁ হয়ে গেল নেটদুনিয়া

Last Updated:

রবিবার এক দুর্দান্ত ভিডিও শেয়ার করেছে টেসলা। তাতে প্রাথমিক ভাবে দেখা যাচ্ছে যে, তাদের হিউম্যানয়েড রোবট অপ্টিমাস নিজে নিজেই যোগাভ্যাস করছে।

মানুষ যা যা কাজ করে, সেই কাজ অনায়াসে প্রায় তুড়ি মেরে করে দিচ্ছে এক রোবট। যোগাভ্যাস থেকে শুরু করে কালার ব্লক বেছে নেওয়া- এই সবই করতে পারছে ওই যন্ত্রমানব। কিন্তু তার পরিচয় কী? সবটাই খোলসা করে বলা হবে।
রবিবার এক দুর্দান্ত ভিডিও শেয়ার করেছে টেসলা। তাতে প্রাথমিক ভাবে দেখা যাচ্ছে যে, তাদের হিউম্যানয়েড রোবট অপ্টিমাস নিজে নিজেই যোগাভ্যাস করছে। এমনকী কালার ব্লক আলাদা করছে। আর সেটা একজন মানুষ যেভাবে কিংবা যে গতিতে করে, সেই গতিতেই কাজ সারছে সে। যখন একজন মানুষ অতিরিক্ত জটিলতা সৃষ্টি করার জন্য এই কাজে হস্তক্ষেপ করে, তখন রোবট দ্রুত এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং সফল ভাবে কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়।
advertisement
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই হিউম্যানয়েড রোবট যখন যোগাসন করছে, তখন সে এক পায়ে দাঁড়িয়ে আর একটি পা প্রসারিত করছে। ব্যালেন্স এবং নমনীয়তা প্রদর্শন করছে যন্ত্রমানব। ভিডিও অনুযায়ী, অপ্টিমাস নিজের হাত এবং পা সঞ্চালন করতে সক্ষম। এটি ভিশন এবং জয়েন্ট পজিশন এনকোডার ব্যবহার করে মহাকাশে নিজের অঙ্গ-প্রত্যঙ্গগুলিকে সুনির্দিষ্ট ভাবে সনাক্ত করতে পারে।
advertisement
advertisement
advertisement
টেসলা অপ্টিমাস অফিসিয়াল অ্যাকাউন্টের তরফে এই ভিডিও শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা রয়েছে, এখন থেকে নিজে নিজেই জিনিস আলাদা করতে পারবে অপ্টিমাস। এর নিউরাল নেটওয়ার্ক সম্পূর্ণ ভাবে এন্ড-টু-এন্ড প্রশিক্ষিত: ভিডিও ইন, কন্ট্রোলস আউট। তাই অপ্টিমাস তৈরি করতে এবং এর যোগা রুটিন উন্নত করার ক্ষেত্রে সাহায্য করতে সকলে আমাদের সঙ্গে যোগ দিন।
advertisement
ভিডিওটি থেকে জানা যাচ্ছে যে, টেসলা কারের মতোই বর্তমানে TeslaBot একই রকম এন্ড-টু-এন্ড নিউরাল নেটওয়ার্ক দ্বারা চালিত হচ্ছে। যা ভিডিও ইনপুট প্রক্রিয়া করতে পারে এবং কন্ট্রোল আউটপুট উৎপাদন করতে পারে। এই গোটা বিষয়টাকে মাত্র এক শব্দেই বর্ণনা করেছেন সিইও এলন মাস্ক। তিনি লিখেছেন, “প্রোগ্রেস!”
ইন্টারনেট ব্যবহারকারীরা রোবটের এই নয়া ক্ষমতায় যারপরনাই উচ্ছ্বসিত। এক ব্যবহারকারী তো লিখেই দিয়েছে যে, “অপ্টিমাস কী মসৃণ! আমার তো দেখেই ভাল লাগছে।” আর এক নেটিজেনের আবার মন্তব্য, “ওএমজি! টেসলা টিমের দুর্দান্ত উন্নতি। খুবই ভাল করছো তোমরা। পরবর্তী ধাপ দেখার জন্য আর তর সইছে না আমার।”
advertisement
এ তো না-হয় গেল মানুষের প্রতিক্রিয়া! কিন্তু কবে উৎপাদন এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রস্তুত হবে TeslaBot? সেই উত্তর অবশ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
robot performs yoga: অবিকল মানুষের মতো, মানুষের থেকেও ভাল যোগাসন করছে 'এই' রোবট... দেখে হাঁ হয়ে গেল নেটদুনিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement