Motorola Edge 50 Pro বনাম OnePlus Nord CE 4 5G! ২৫ হাজারের উপরে প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে রয়েছে কোন স্মার্টফোন?
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
সম্প্রতি ভারতের বাজারে এসেছে Motorola Edge 50 Pro। আর সবথেকে বড় কথা হল, এটি ওই সংস্থার মাঝারি দামের স্মার্টফোন। নির্মাতা সংস্থাটি দাবি করেছে যে, Motorola Edge 50 Pro-এর ক্যামেরা সেট-আপে বেশ কয়েকটি এআই চালিত ফিচারও রয়েছে।
সম্প্রতি ভারতের বাজারে এসেছে Motorola Edge 50 Pro। আর সবথেকে বড় কথা হল, এটি ওই সংস্থার মাঝারি দামের স্মার্টফোন। নির্মাতা সংস্থাটি দাবি করেছে যে, Motorola Edge 50 Pro-এর ক্যামেরা সেট-আপে বেশ কয়েকটি এআই চালিত ফিচারও রয়েছে। ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য হ্যান্ডসেটের সর্বশেষ আপডেটে কর্নিংয়ের গোরিলা গ্লাস ৫ শিল্ড রয়েছে।
অন্যদিকে, চিনা স্মার্টফোন ব্র্যান্ড OnePlus ভারতে তাদের বাজেট সীমিত OnePlus Nord CE 4 5G স্মার্টফোন লঞ্চ করেছে। হ্যান্ডসেটটি একটি অ্যাকোয়াটাচ ডিসপ্লে-সহ ডিজাইন করা হয়েছে। যা সহজেই টাচ এবং জলের ফোঁটার মধ্যে পার্থক্য করতে পারবে।
advertisement
advertisement
ভারতীয় স্মার্টফোন বাজার ক্রমাগতই বদলে যাচ্ছে। এই পরিস্থতিতে সঠিক ডিভাইস বেছে নেওয়াটা সত্যিই কঠিন। আজকের এই তুলনায় আমরা OnePlus Nord CE 4 এর বিপরীতে Motorola Edge 50 Pro-কে দাঁড় করিয়েছি। দুটি ডিভাইসের মধ্যে কোনটা কেনা ভাল হবে, সেটাই দেখে নেওয়া যাক।
Motorola Edge 50 Pro-এর মূল্য এবং রঙ:
৮ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ-সহ সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোন Motorola Edge 50 Pro-এর বেস ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা। যার মধ্যে একটি ৬৮ ওয়াটের চার্জার রয়েছে। আর ২৫৬ জিবি ও ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ৩৫,৯৯৯ টাকা। যার সঙ্গে রয়েছে একটি ১২৫ ওয়াটের চার্জারও।
advertisement
কোম্পানি সীমিত সময়ের জন্য ছাড় দিচ্ছে। যেখানে ব্যবহারকারীদের জন্য ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্ট মাত্র ২৭,৯৯৯ টাকায় এবং ১২ জিবি ভ্যারিয়েন্টটি মাত্র ৩১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটি মুন লাইট পার্ল, লাক্স ল্যাভেন্ডার এবং ব্ল্যাক বিউটি কালার অপশনে পাওয়া যাচ্ছে।
Motorola Edge 50 Pro স্পেসিফিকেশন:
নতুন স্মার্টফোনটিতে একটি অত্যাশ্চর্য ৬.৭-ইঞ্চি ১.৫K পোলড কার্ভড ডিসপ্লে রয়েছে। সর্বশেষ আপডেটে একটি অসাধারণ ১৪৪ হার্ৎজ রিফ্রেশ রেট, HDR10+ এবং চিত্তাকর্ষক ২০০০ nits-এর ব্রাইটনেসে উপলব্ধ।
advertisement
হুডের নিচে হ্যান্ডসেটটি Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট দ্বারা চালিত হয়। এটি ১২৫ ওয়াট টার্বোপাওয়ার চার্জিং প্রযুক্তি এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড ৪৫০০ mAh ব্যাটারি দিয়ে লোড করা।
OnePlus Nord CE 4 5G মূল্য এবং রঙ:
ভারতে OnePlus Nord CE 4 স্মার্টফোনের দাম ২৪,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। বেস ৮ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং ৮ জিবি RAM + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম ২৬,৯৯৯ টাকা। স্মার্টফোনটি ডার্ক ক্রোমে একটি চকচকে ফিনিশ এবং সেলাডন মার্বেল রঙে পাওয়া যাচ্ছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2024 5:28 PM IST