Mocha Cyclone|| Lightning Conductor: ঘূর্ণিঝড় মোকা-য় বজ্রপাতের সম্ভাবনা! কম খরচে বাড়তে লাগান এই জিনিস, বিপদমুক্ত থাকবেন

Last Updated:

জেনে নেওয়া যাক, বাজ কন্ডাক্টর কীভাবে কাজ করে এবং কোথায় ইনস্টল করা উচিত। সঙ্গে দেখে নেওয়া যাক, বাড়িতে ইন্সটল করতে কত খরচ হয় তাও।

ঘূর্ণিঝড় মোকা-য় বজ্রপাতের সম্ভাবনা! এই জিনিস বাড়িতে লাগালেই বিপদ মুক্ত
ঘূর্ণিঝড় মোকা-য় বজ্রপাতের সম্ভাবনা! এই জিনিস বাড়িতে লাগালেই বিপদ মুক্ত
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোকা’। বজ্রপাত-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে শুধু ঘূর্ণিঝড় নয়, প্রবল বৃষ্টির সময়ও বাজ পড়া খুব স্বাভাবিক ঘটনা। বহু মানুষের মৃত্যুও হয়। বাজ পড়া এড়াতে অনেকেই অফিস বা বাড়িতে বাজ কন্ডাক্টর ইনস্টল করেন। এটা বজ্রপাতে ক্ষয়ক্ষতি হওয়া থেকে বাঁচায়। এই পরিস্থিতিতে জেনে নেওয়া যাক, বাজ কন্ডাক্টর কীভাবে কাজ করে এবং কোথায় ইনস্টল করা উচিত। সঙ্গে দেখে নেওয়া যাক, বাড়িতে ইন্সটল করতে কত খরচ হয় তাও।
বৃষ্টির সময় বজ্রপাতের কারণে শুধু মানুষ নয়, গবাদি পশুর প্রাণহানির ঘটনাও ঘটে। গাছপালার ক্ষতি হয়। এই ধরণের সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাজ পরিবাহী বা বাজ রড ইনস্টল করাই সহজ বিকল্প। বাড়ি, মন্দির, ভবন, অফিস বা যে কোনও বিল্ডিংয়ে ইনস্টল করা যেতে পারে।
advertisement
বাজ পরিবাহী কী এবং এটা কীভাবে কাজ করে: লাইটনিং কন্ডাক্টর হল এমন একটি যন্ত্র যা বিল্ডিংকে বজ্রপাতের প্রভাব থেকে রক্ষা করতে ব্যবহৃত হয়। লাইটনিং রড তামার তৈরি। এর দুটি অংশ থাকে। বাড়ি বা ভবন তৈরির সময় ইনস্টল করা হয়। এটি ইনস্টল করার সঠিক জায়গা হল ছাদ। নির্দিষ্ট উচ্চতায় বাজ রড লাগানো হয়।
advertisement
এই রডের উপরের অংশটি সূক্ষ্ম বা ত্রিশূল আকৃতির এবং নিচের অংশটি পুরু। এর সঙ্গের তার মাটির গভীরে পুঁতে দেওয়া হয়। এটা আর্থিনের কাজ করে। খেয়াল রাখতে হবে, যে জায়গায় তার পোঁতা হয় সেখানকার মাটি যেন আর্দ্র থাকে। যখন বজ্রপাত হয়, এটি একটি পরিবাহী পথ তৈরি করে। অর্থাৎ উপরের উচ্চ ভোল্টেজ শোষণ করে বিদ্যুৎ সরাসরি মাটিতে পাঠিয়ে দেয়। এটি সর্বজনীন স্থানেও ইনস্টল করা হয়।
advertisement
এটি আনয়ন নীতিতে কাজ করে। যখন একটি চার্জযুক্ত মেঘ বিল্ডিংয়ের কাছাকাছি যায়, তখন মেঘের বিপরীত কন্ডাকটরটি আবেশন প্রক্রিয়ার মাধ্যমে চার্জ হয়ে যায়। তারপর সংগৃহীত চার্জ আর্থিং পদ্ধতির মাধ্যমে পৃথিবীতে চলে যায়।
কত খরচ: যে কোনও ইলেকট্রিশিয়ানকে ডেকে লাইটনিং রড সহজেই বসানো যায়। তবে বিল্ডিং নির্মাণের সময় ইনস্টল করানোই ভাল। এটা লাগাতে ৫ থেকে ৬ হাজার টাকা খরচ পড়ে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Mocha Cyclone|| Lightning Conductor: ঘূর্ণিঝড় মোকা-য় বজ্রপাতের সম্ভাবনা! কম খরচে বাড়তে লাগান এই জিনিস, বিপদমুক্ত থাকবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement