#কলকাতা: অত্যাধুনিক ফিচার্স আর সাধ্যের মধ্যে দাম ৷ প্রধানত এই দুয়ের কারণেই বাজারে যেন হট কেক Xiaomi-র মডেলগুলো ৷ আগামীকালই বাজারে আসতে চলেছে Xiaomi-র আরও একটি নতুন মডেল, Mi MIX 2s ৷ ডুয়াল ক্যামেরা, ওয়ারলেস চার্জিং ব্যবস্থায় নজর কাড়বে এই মডেল ৷ দেখে নেওয়া যাক কী কী ফিচার্স রয়েছে এই ফোনে ৷
• ১২৮ জিবি এবং ২৫৬ জিবির দু’টো আলাদা ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ফোন ৷
• ভারতে এর দাম হতে পারে ৩৫,৯৯৯ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Features, Mobile, New Mobile Launch, Specifications, Xiaomi, Xiaomi Mi MIX 2S