Xiaomi Mi A2 Review: কম দামে সেরা অ্যান্ড্রয়েড ফোন, দেখে নিন দাম ও ফিচার্স

Last Updated:

বিশেষজ্ঞরা বলছেন, কম দামের সেরা অ্যান্ড্রয়েড ফোন এটি ৷ দেখে নেওয়া যাক কী কী বিশেষত্ব রয়েছে এই ফোনে ---

#কলকাতা: সদ্যই বাজারে এল Xiaomi Mi A2 ৷ বাজারে পড়তে না পড়তেই যেন হট কেক ৷ দুর্দান্ত সব ফিচার্স আর আকর্ষণীয় কম দামে এই মুহূর্তে বাজার কাঁপাচ্ছে নতুন এই অ্যান্ড্রয়েডটি ৷ বিশেষজ্ঞরা বলছেন, কম দামের সেরা অ্যান্ড্রয়েড ফোন এটি ৷ দেখে নেওয়া যাক কী কী বিশেষত্ব রয়েছে এই ফোনে ---
• Xiaomi Mi A2-তে রয়েছে ৫.৯৯ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ৷ রয়েছে গোরিলা গ্লাস ৫ ৷ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর রয়েছে এই ফোনে৷
• ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে এই ফোনে ৷ তবে এই ফোনে স্টোরেজ বাড়ানো যাবে না ৷
advertisement
advertisement
• ৩০০০ এমএএইচ ব্যাটারি পেয়ে যাবেন Xiaomi Mi A2-তে ৷ অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও রয়েছে এই ফোনে ৷
• বিষেশত্ব রয়েছে এই ফোনের ক্যামেরায় ৷ ব্রাইট আলোতে ১২ মেগা পিক্সেল থাকে এর ক্যামেরা ৷ আবার কম আলোয় ২০ মেগা পিক্সেল ক্ষমতাসম্পন্ন হয়ে যায় এটি ৷ এর ফ্রন্ট ক্যামেরাটি ২০ মেগাপিক্সেলের ৷
advertisement
• ভারতের বাজারে এই ফোনটির দাম ১৬,৯৯৯ টাকা ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Xiaomi Mi A2 Review: কম দামে সেরা অ্যান্ড্রয়েড ফোন, দেখে নিন দাম ও ফিচার্স
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement