Xiaomi Mi A2 Review: কম দামে সেরা অ্যান্ড্রয়েড ফোন, দেখে নিন দাম ও ফিচার্স
Last Updated:
বিশেষজ্ঞরা বলছেন, কম দামের সেরা অ্যান্ড্রয়েড ফোন এটি ৷ দেখে নেওয়া যাক কী কী বিশেষত্ব রয়েছে এই ফোনে ---
#কলকাতা: সদ্যই বাজারে এল Xiaomi Mi A2 ৷ বাজারে পড়তে না পড়তেই যেন হট কেক ৷ দুর্দান্ত সব ফিচার্স আর আকর্ষণীয় কম দামে এই মুহূর্তে বাজার কাঁপাচ্ছে নতুন এই অ্যান্ড্রয়েডটি ৷ বিশেষজ্ঞরা বলছেন, কম দামের সেরা অ্যান্ড্রয়েড ফোন এটি ৷ দেখে নেওয়া যাক কী কী বিশেষত্ব রয়েছে এই ফোনে ---
• Xiaomi Mi A2-তে রয়েছে ৫.৯৯ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ৷ রয়েছে গোরিলা গ্লাস ৫ ৷ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর রয়েছে এই ফোনে৷
• ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে এই ফোনে ৷ তবে এই ফোনে স্টোরেজ বাড়ানো যাবে না ৷
advertisement
advertisement
• ৩০০০ এমএএইচ ব্যাটারি পেয়ে যাবেন Xiaomi Mi A2-তে ৷ অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও রয়েছে এই ফোনে ৷
• বিষেশত্ব রয়েছে এই ফোনের ক্যামেরায় ৷ ব্রাইট আলোতে ১২ মেগা পিক্সেল থাকে এর ক্যামেরা ৷ আবার কম আলোয় ২০ মেগা পিক্সেল ক্ষমতাসম্পন্ন হয়ে যায় এটি ৷ এর ফ্রন্ট ক্যামেরাটি ২০ মেগাপিক্সেলের ৷
advertisement
• ভারতের বাজারে এই ফোনটির দাম ১৬,৯৯৯ টাকা ৷
Location :
First Published :
August 09, 2018 2:27 PM IST