লঞ্চের আগেই ফাঁস হল Xiaomi 13 Ultra ফোনের ফিচার, ক্যামেরায় দারুন চমক আনতে চলেছে সংস্থা
- Published by:Ananya Chakraborty
- Written by:Trending Desk
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক Xiaomi 13 Ultra ফোনের ফাঁস হয়ে যাওয়া সমস্ত খুঁটিনাটি।
জনপ্রিয় কোম্পানি Xiaomi-র একটি ফোনের ফিচার ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে। তাদের নতুন ফোন Xiaomi 13 Ultra লঞ্চ হওয়ার আগেই, সেই ফোনের ফিচার ফাঁস হয়ে গিয়েছে। এর ফলে লঞ্চের আগেই Xiaomi 13 Ultra ফোনের বেশ কিছু ফিচার সকলের সামনে চলে এসেছে। এর মধ্যেই Xiaomi কোম্পানি নিশ্চিত করেছে যে তারা চিনে Xiaomi 13 Ultra ফোন লঞ্চ করবে। একই সঙ্গে জানা গিয়েছে যে, এটি বিশ্বব্যাপীও লঞ্চ করা হবে। এটি কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে, যা আগামী ১৮ এপ্রিল লঞ্চ হতে পারে।
বর্তমানে, এই Xiaomi 13 Ultra ফোন লঞ্চের আগে, এর কিছু ছবি, ফিচার এবং দাম ফাঁস হয়ে গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক Xiaomi 13 Ultra ফোনের ফাঁস হয়ে যাওয়া সমস্ত খুঁটিনাটি।
আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী Xiaomi 13 Ultra ফোনের ডিজাইন সম্পর্কে জানা গিয়েছে যে, এই ফোনটিতে একটি কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে Xiaomi 13 Ultra ফোনের পিছনে একটি বড় ক্যামেরা মডিউল থাকতে চলেছে। বাকি ফিচার সম্পর্কে কথা বলতে গেলে, ফাঁস হওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আসন্ন ফোনটিতে একটি ৬.৭ ইঞ্চির Samsung LTPO E6 AMOLED QHD+ ১২০Hz ডিসপ্লে থাকবে। এছাড়াও, এতে ১৬GB পর্যন্ত LPDDR5X RAM এবং ৫১২ GB UFS 4.0 স্টোরেজ সহ Snapdragon 8 Gen2 প্রসেসর থাকবে।
advertisement
advertisement
ক্যামেরা -
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Xiaomi 13 Ultra ফোনটিতে ব্যবহার করা হতে পারে ১ ইঞ্চির ৫০ MP Sony IMX989 প্রাইমারি ক্যামেরা, ৫০ MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং দুটি ৫০ MP টেলিফটো লেন্স। Xiaomi 13 Ultra ফোনের ফ্রন্ট ক্যামেরা হিসাবে থাকতে পারে ৩২ MP এর ক্যামেরা। ফোনটিতে Leica অপটিক্স এবং ক্যামেরা মোড দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনটি IP68 রেটেড হতে পারে।
advertisement
লঞ্চ হতে চলা Xiaomi 13 Ultra ফোনে ৯০W চার্জিং সহ ৪৯০০ mAh ব্যাটারি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ওয়্যারলেস চার্জিং সাপোর্টও পাওয়া যাবে এতে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এই ফোনটি Android ১৩ ভিত্তিক MIUI ১৪-এ চলবে।
খরচ -
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ফোনটি ৮GB + ২৫৬GB, ১২GB + ২৫৬GB এবং ১৬GB + ৫১২GB তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে। তাদের প্রারম্ভিক মূল্য হতে পারে CNY 6,299 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭৫,১০০ টাকা।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 12, 2023 1:34 PM IST