২৪ অক্টোবর থেকে এই সব ফোনে আর কাজ করবে না WhatsApp ! দেখে নিন তালিকা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এই তালিকায় রয়েছে কোন কোন ফোন রয়েছে এবং এর থেকে বাঁচার বিকল্প উপায়ই বা কী, এক নজরে জেনে নেওয়া যাক
Apple খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে তাদের নতুন iPhone সিরিজ। একটি নির্দিষ্ট সময় অন্তর Apple নতুন সিরিজের স্মার্টফোন লঞ্চ করে। আর তারই ফলে iPhone-এর পুরোন মডেল কিছুটা হলেও পিছিয়ে পড়ে। আসলে প্রযুক্তির দুনিয়াটাই এমন। দ্রুত বদলাচ্ছে সে। আর ক্রমাগত উন্নত হচ্ছে কৌশল। ফলে পিছিয়ে পড়ছে পুরোন কারিগরি।
৭ সেপ্টেম্বর Apple লঞ্চ করতে চলেছে তাদের নতুন iPhone 14। ঘটনাচক্রে প্রায় একই সঙ্গে যবনিকা নামতে চলেছে iPhone 5 এবং iPhone 5C-এর উপর। WhatsApp ইতিমধ্যেই ঘোষণা করেছে এই দু’টি ফোনে আর ব্যবহার করা যাবে না WhatsApp। জানা গিয়েছে, অক্টোবর মাস থেকেই iPhone-এর এই মডেল দু’টিতে কাজ করা বন্ধ করে দেবে WhatsApp।
advertisement
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
রিপোর্ট অনুযায়ী, কয়েকটি পুরনো অপারেটিং সিস্টেমে WhatsApp আর ব্যবহার করা যাবে না। WhatsApp আর সাপোর্ট করবে না iOS 10, iOS 11-এ। এ সব ফোন আপগ্রেড করিয়ে নিতে হবে Whatsapp ব্যবহার করতে গেলে। কিন্তু iPhone 5 এবং iPhone 5c আর আপগ্রেড করার মতো জায়গায় নেই। আগামী মাস থেকেই এই সকল ডিভাইসের কাজ করা বন্ধ করে দেবে WhatsApp।
advertisement
advertisement
ইতিমধ্যেই WhatsApp এই বিষয়ে পরিকল্পনা করা শুরু করে দিয়েছে। ২৪ অক্টোবরের পর থেকে আর iOS-এর বেশ কিছু ফোনে আর সাপোর্ট করবে না WhatsApp।
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
WhatsApp সম্প্রতি তাদের FAQ পেজে জানিয়ে দিয়েছে, কোন কোন ডিভাইসে পরিষেবা পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে OS 4.1 বা তার পরবর্তী কালে Android, iOS 12 এবং নতুন kaiOS 2.5.0। এ ছাড়াও এই তালিকায় রয়েছে Jio Phone এবং Jio Phone 2। WhatsApp জানিয়েছে, যে সকল ডিভাইসে WhatsApp আর ব্যবহার করা যাবে না, তার ব্যবহারকারীদের আগেই নোটিশ পাঠানো হয়েছে ফোন আপগ্রেড করার জন্য।
advertisement
যাঁরা iPhone 5s, iPhone 6 এবং iPhone 6s ব্যবহার করেন তাঁদের আপডেট করতে হবে নিজেদের iOS ভার্সন। এর মাধ্যমে তাঁরা নিজেদের ডিভাইসে ব্যবহার করতে পারবেন WhatsApp। এই আপডেট করার জন্য iPhone ইউজারদের Settings অপশনে গিয়ে General অপশন ওপেন করতে হবে। সেখানে গিয়ে ক্লিক করতে হবে Software Update অপশনে।
Location :
First Published :
September 07, 2022 4:30 PM IST