WhatsApp: ১৪ লক্ষের বেশি অ্যাকাউন্ট ব্যান করল হোয়াটসঅ্যাপ! আপনারটা নেই তো
- Published by:Uddalak B
Last Updated:
WhatsApp: সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আমরা প্রায় সমস্ত অভিযোগেরই যথাসময়ে উত্তর দিয়েছি।
#নয়াদিল্লি: শুধু ফেব্রুয়ারি মাসেই ভারতে মোট ১৪ লক্ষ অ্যাকাউন্ট ব্যান করেছে হোয়াটসঅ্যাপ। বিভিন্ন মহল থেকে পাওয়া একাধিক অভিযোগ, একাধিক নিয়ম বিরুদ্ধ ঘটনা, নিজস্ব কিছু পদ্ধতি মেনে বিচার করে এই বিপুল সংখ্যায় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করেছে সংস্থাটি। ফেব্রুয়ারি মাসে মোট ৩৩৫টি নির্দিষ্ট অভিযোগ জমা পড়েছিল হোয়্যাটসঅ্যাপের কাছে।
সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আমরা প্রায় সমস্ত অভিযোগেরই যথাসময়ে উত্তর দিয়েছি। ঠিক ঠিক অভিযোগ বিচার করে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি কিছু অভিযোগ ছিল যেগুলি আগের অভিযোগের প্রতিলিপি। সেগুলিকে বিচার করে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কোনও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এমনি এমনি ব্যান করা হয় না, কোনও নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সবটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: স্ত্রী কথায়-কথায় সন্দেহ করে! রাগে-দুঃখে মেয়েকে গলায় ফাঁস দিয়ে সেই দড়িতেই ঝুললেন পুলিশকর্মী
advertisement
সাধারণত হোয়াটসঅ্যাপে কোনও ভারতীয় অ্যাকাউন্ট চিহ্নিত করা হয় সেই অ্যাকাউন্টের নম্বরের আগে +৯১ আছে কি না সেটা দেখে নিয়ে। সেই হিসাবেই ভারতীয় অ্যাকাউন্টগুলিকে চিহ্নিত করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের এই ইউজার সেফটি রিপোর্ট তৈরি করা হয় ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে ও অভিযোগের প্রেক্ষিতে নেওয়া ব্যবস্থার প্রেক্ষিতে। হোয়টাসঅ্যাপে কোনওরকম অশ্লীলতা, কোনও আক্রমণ রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে যে যথেষ্ট ওয়াকিবহাল, সেটি এই কথায় প্রমাণিত হয়।
advertisement
হোয়াটসঅ্যাপ দীর্ঘদিন ধরেই নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করছে। এটিকে ব্যবহার করেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
Location :
First Published :
April 02, 2022 5:21 PM IST