হোম /খবর /মোবাইল /
ফোন গরম হচ্ছে? ব্যাটারি ফুরোচ্ছে তাড়াতাড়ি? Google Bug-এর কারাসাজি নয় তো ?

ফোন গরম হচ্ছে? ব্যাটারি ফুরোচ্ছে তাড়াতাড়ি? Google Bug-এর কারাসাজি নয় তো ?

কোনও অ্যাপ স্মার্টফোনের নির্দিষ্ট কিছু সেন্সর ব্যবহার করলে বা আগে করে থাকলে এই প্রাইভেসি ইন্ডিকেটর ব্যবহারকারীকে তা জানান দেয়।

  • Last Updated :
  • Share this:

Google Bug: Google Messages অ্যাপে কাজ করছে Bug। আর তারই ফলে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। এমনই একগুচ্ছ অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, Google-এর মেসেজ অ্যাপ ব্যবহার করার সময় ফোন গরম হয়ে যাচ্ছে, ব্যাটারি বেশি খরচ হচ্ছে। এমনকী অ্যাপ বন্ধ করে দিলেও ব্যাকগ্রাউন্ডে ক্যামেরা অন থাকছে। আসলে কোনও ব্যবহারকারী যখন তাঁর কোনও বন্ধুকে সরাসরি অ্যাপ থেকে ছবি তুলে পাঠাতে চান, তখন ক্যামেরা অন হয়। কিন্তু Message অ্যাপ বন্ধ করলেও আর ক্যামেরা নিজে থেকে বন্ধ হয় না।

যদিও Google Messages ব্যবহারকারীদের গ্যালারি থেকে একটি ছবি শেয়ার করতে বা স্মার্টফোনের ক্যামেরা থেকে একটি দ্রুত স্ন্যাপশট শেয়ার করতে লাইভ ফিড ব্যবহার করার অনুমতি দেয়। ব্যবহারকারীরা ক্যামেরার জন্য থাম্বনেইল ভিউ ব্যবহার করতে পারেন বা সেগুলো বড় করে দেখতেও পারেন।

সূত্রের খবর, স্ক্রিনে দেখা না গেলেও নতুন এই Bug-টি ক্যামেরার ‘ফিড’ সক্রিয় করে রাখে ব্যাকগ্রাউন্ডে। এমনকী ক্যামেরাও অন থাকে ব্যাকগ্রাউন্ডে। ব্যবহারকারী সেটা সম্পর্কে অবহিত থাকেন না। ফলে ক্রমাগত গরম হতে থাকে ফোন, আর ব্যাটারিও দ্রুত শেষ হয়ে যায়।

আরও পড়ুন - এই গ্রীষ্মে গরম হয়ে যাচ্ছে সাধের স্মার্টফোন? দেখে নিন গরম থেকে ফোন বাঁচানোর ৫টি উপায়

আরও পড়ুন - অল্পতেই অত্যন্ত ঠান্ডা, সামান্য বিদ্যুতের বিল? স্টাইলিশ লুক, হাজার কামাল

Android 12-এর Privacy Indicator (গোপনীয়তা সূচক)-এর মাধ্যমে এই বাগ সম্পর্কে জানা যাচ্ছে। কোনও অ্যাপ স্মার্টফোনের নির্দিষ্ট কিছু সেন্সর ব্যবহার করলে বা আগে করে থাকলে এই প্রাইভেসি ইন্ডিকেটর ব্যবহারকারীকে তা জানান দেয়। আসলে কোনও অ্যাপ ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করলেই Android 12-এর এই বিশেষ ফিচার স্ক্রিনের উপরে একটি পপ-আপ নোটিফিকেশন পাঠায়। একমাত্র Android 12-এই রয়েছে এই বিশেষ ফিচার।

এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, এই সমস্যা থেকে নিস্তার পাওয়ার উপায় রয়েছে। Google Message অ্যাপটিকেও ব্যাকগ্রাউন্ডে ক্যামেরা ব্যবহার করা থেকে নিরস্ত করা যায়। Recent View থেকে অ্যাপটি বন্ধ করে দিতে হবে। তবে তাতেও কাজ না হলে, ওই অ্যাপের ক্যামেরা ব্যবহার করার অনুমতিই বন্ধ করে দেওয়া যেতে পারে। অন্তত যতদিন না Google ওই নির্দিষ্ট Bug-টি সরাতে পারছে।

কী ভাবে বন্ধ করা যায় অনুমতি?

1. প্রথমে Settings-এ যান

2. সেখান থেকে Apps & notifications-এ যান

3. App-এ ঢুকে Chang permission ট্যাপ করে যে অনুমতি দেওয়া ছিল তা পরিবর্তন করে দেওয়া যাবে।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Battery Life, Google, Smartphone