চার্জ হচ্ছে না iPhone-এ? ভয় পাওয়ার কিছু নেই, এই উপায়ে মিলবে সমাধান

Last Updated:

আইফোনে চার্জ না হলে অথবা ধীরে ধীরে চার্জ হলে দেখে নিন কী করা উচিত?

কতদিন ধরে ব্যবহার করছেন iPhone? ব্যবহৃত iPhone-এর মডেল কত পুরনো? iPhone কিন্তু সব সময়ই একটি প্রিমিয়াম ফোন হিসাবে গণ্য হয়ে এসেছে। আর পারফর্ম্যান্সই এর শেষ কথা। তবু অনেক সময় অভিযোগ ওঠে iPhone-এ চার্জ হচ্ছে খুব ধীরে ধীরে। আবার অনেক সময় চার্জ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। যাঁরা এ ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন তাঁদের জন্য রয়েছে উপায়। Apple তাদের সাপোর্ট পেজে এই সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেছে। আইফোনে চার্জ না হলে অথবা ধীরে ধীরে চার্জ হলে দেখে নিন কী করা উচিত?
প্রথমেই প্লাগে নিজেদের ডিভাইস চার্জে বসিয়ে দিতে হবে। তারপর কী করতে হবে দেখে নিন এক নজরে।
স্টেপ ১ - নিজেদের ডিভাইস কানেক্ট করতে হবে USB কেবলের সঙ্গে।
advertisement
স্টেপ ২ - এরপর প্লাগ-ইন করতে হবে যে কোনও একটি পাওয়ার সোর্সের সঙ্গে।
ওয়াল পাওয়ার আউটলেট (Wall power outlet): প্রথমে নিজেদের USB প্লাগ-ইন করতে হবে USB অ্যাডপটারের সঙ্গে। এরপর অ্যাডপটারের প্লাগ ইন করতে হবে ওয়াল পাওয়ারে।
advertisement
কম্পিউটার (Computer): নিজেদের চার্জিং কেবল প্লাগ ইন করতে হবে USB ২.০ অথবা কম্পিউটারের ৩.০ পোর্টের সঙ্গে। এই সময় দেখে নিতে হবে সেই কম্পিউটার যেন স্লিপ মোডে না থাকে। মনে রাখা প্রয়োজন USB পোর্ট কি-বোর্ডে ব্যবহার করা যাবে না।
advertisement
পাওয়ার অ্যাকসেসরি (Power accessory): পাওয়ার USB হাবে নিজেদের কেবল প্লাগ ইন করতে হবে। এ ছাড়া ডকিং স্টেশনে অথবা অন্যান্য Apple সারটিফায়েড অ্যাকসেসরিতে প্লাগ ইন করা যেতে পারে।
এ বার দেখে নিন iPhone চার্জ না হলে অথবা ধীরে ধীরে চার্জ হলে কী করা প্রয়োজন?
স্টেপ ১ - প্রথমেই দেখে নিতে হবে চার্জিং কেবল বা USB অ্যাডপটারে কোনও ধরনের ড্যামেজ (ক্ষতিগ্রস্ত) রয়েছে কিনা! মনে রাখতে হবে কোনও সময়ই ক্ষতিগ্রস্ত অ্যাকসেসরিজ ব্যবহার করা উচিত নয়।
advertisement
স্টেপ ২ - ওয়াল পাওয়ার আউটলেটের সঙ্গে চার্জিং কেবল বা USB অ্যাডপটার কানেক্ট করে দেখে নিতে হবে নিজেদের চার্জিং কেবল ঠিক রয়েছে কিনা। এ ক্ষেত্রে এসির পাওয়ার কেবল অথবা অন্যান্য আউটলেট ব্যবহার করা যেতে পারে।
advertisement
স্টেপ ৩ - চার্জিং পোর্টে কিছু লাগানো থাকলে তা খুলে ফেলতে হবে এবং নিজেদের ফোনে লাগিয়ে দেখে নিতে হবে চার্জ হচ্ছে কিনা! চার্জিং পোর্টে ড্যামেজ থাকলে তা সার্ভিস করাতে হবে।
স্টেপ ৪ - এরপর নিজেদের ডিভাইস চার্জ দিতে আধ ঘণ্টার জন্য।
স্টেপ ৫ - এরপরেও সেই ডিভাইস কোনও কাজ না করলে রিস্টার্ট করতে হবে।
advertisement
স্টেপ ৬ - এরপর আবার সেই ডিভাইস আধ ঘণ্টার জন্য চার্জ দিতে হবে।
স্টেপ ৭ - এরপরেও সেই ডিভাইস কাজ না করলে Apple স্টোরে নিয়ে যেতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
চার্জ হচ্ছে না iPhone-এ? ভয় পাওয়ার কিছু নেই, এই উপায়ে মিলবে সমাধান
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement