সেকেন্ড হ্যান্ড iPhone কিনছেন? এই বিষয়গুলো না জানলে কিন্তু টাকা জলে যাবে

Last Updated:

iPhone Buying Tips: সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে অতি গুরুত্বপূর্ণ তিনটি বিষয় মাথায় রাখা প্রয়োজন, না হলে বিরাট ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

iPhone Buying Tips: আইফোনের ক্রেজ সব সময়েই বেশি। কিন্তু অনেকেরই আইফোন কেনার ইচ্ছা থাকলেও অতিরিক্ত দামের কারণে তা সম্ভব হয় না। বিকল্প উপায় অবশ্য রয়েছে, এক্ষেত্রে অনেকেই শখ পূরণ করার জন্য সেকেন্ড হ্যান্ড আইফোন ক্রয় করে থাকেন। কিন্তু অনেকেই জানে না যে, সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে অতি গুরুত্বপূর্ণ তিনটি বিষয় মাথায় রাখা প্রয়োজন, না হলে বিরাট ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই তিনটি বিষয়।
আসল আইফোন চেক করার উপায় -
- সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে সেই ফোন আসল না নকল তা ভাল করে যাচাই করে নেওয়া প্রয়োজন।
advertisement
- আইফোন আসল না নকল তা যাচাই করার জন্য সবার প্রথমে সেটিংস অপশনে গিয়ে জেনারেল অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
- এরপর অ্যাবাউট অপশনে ক্লিক করে সিরিয়াল নম্বর কপি করতে হবে।
advertisement
- এরপর গুগলে গিয়ে checkcoverage.apple.com লিখে সার্চ করতে হবে।
- এরপর কপি করা সেই সিরিয়াল নম্বর এখানে পেস্ট করতে হবে।
- এর ফলে সেই আইফোনের যাবতীয় তথ্য সেখানে দেখা যাবে।
- সেকেন্ড হ্যান্ড আইফোন কবে কেনা হয়েছে এবং সেই আইফোনের ওয়ার‍্যান্টি রয়েছে কি না সমস্ত কিছুই সেখানে দেখা যাবে।
আইফোনের ব্যাটারি এবং স্ক্রিন রিপ্লেস -
advertisement
- সেকেন্ড হ্যান্ড আইফোনের ব্যাটারি এবং স্ক্রিন রিপ্লেসমেন্ট হয়েছে কি না অথবা সেটি আসল কি না সেটাও যাচাই করা প্রয়োজন।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
- এর জন্য সবার প্রথমে সেটিংস অপশনে গিয়ে জেনারেল অপশনে ক্লিক করতে হবে।
advertisement
- এরপর অ্যাবাউট অপশনে ক্লিক করতে হবে।
- এরপর সেখানে থাকা পার্টস অ্যান্ড সার্ভিস স্টোরিতে গিয়ে ব্যাটারি এবং স্ক্রিন নতুন অথবা রিপ্লেসমেন্ট হয়েছে কি না তা যাচাই করতে হবে।
- এক্ষেত্রে ডিসপ্লে এবং ব্যাটারি নকল অথবা পুরনো হলে সেখানে লেখা থাকবে Unknown Parts।
ব্যাটারি হেলথ চেক করার উপায় -
advertisement
- সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে তার ব্যাটারি ঠিকঠাক আছে কি না সেটাও চেক করতে হবে।
- ব্যাটারির হেলথ চেক করার জন্য সবার প্রথমে সেটিং অপশনে ক্লিক করতে হবে।
- এরপর সেটিংস অপশনে গিয়ে ব্যাটারি অপশনে ক্লিক করতে হবে।
- এরপর ব্যাটারি হেলথ অপশনে ক্লিক করে পার্সেন্টেজ চেক করে নিতে হবে।
advertisement
- ৮০ শতাংশের কম ব্যাটারি হলে সেই আইফোন কেনা উচিত নয়।
- ৮০ শতাংশের কম ব্যাটারি হলে সবার প্রথমে ব্যাটারি রিপ্লেসমেন্ট করাতে হবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সেকেন্ড হ্যান্ড iPhone কিনছেন? এই বিষয়গুলো না জানলে কিন্তু টাকা জলে যাবে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement