পুরনো মোবাইল কী করবেন বুঝতে পারছেন না? মুশকিল আসান করবে এই অ্যাপ, ওয়েবসাইটগুলি
- Written by:Trending Desk
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
যদি সেই ফোনে বা গ্যাজেটে কোনও রকম খামতি থাকে, তাহলে সঙ্গে সঙ্গে সেই এক্সচেঞ্জ বাতিল করা হবে।
নতুন ফোন বা ল্যাপটপের বিজ্ঞাপন আমাদের পুরনো গ্যাজেট বদল করতে অনুপ্রাণিত করে। কিন্তু এমন পরিস্থিতিতে অনেকেই নতুন ফোন কিনলে পুরনোটা দিয়ে কী করবেন বুঝতে পারেন না। পুরনো ফোন বিক্রি করতে দোকানে যেতে হবে, নাকি বন্ধুর কাছে বিক্রি করতে হবে। কিন্তু বর্তমানে এসব কোনও কিছুই করতে হয় না। এমন কিছু পরীক্ষিত ওয়েবসাইটের কথা বলা যাক, যেখানে নিজেদের মোবাইল সম্পর্কে বিস্তারিত তথ্য পূরণ করার পরে আর কোথাও যেতে হয় না। বরং নিজেদের মোবাইল ঘরে বসেই বিক্রি করা যায়। নিজের অ্যাকাউন্টে টাকাও জমা পড়ে যায়।
Flipkart এবং Amazon ফোন এবং গ্যাজেট বিনিময় করার জন্য খুব ভাল এবং নির্ভরযোগ্য ই-মার্ট। এখানে একটি নতুন ফোন বা ল্যাপটপ কেনার সময় এক্সচেঞ্জ অপশনে ক্লিক করে নিজেদের গ্যাজেট সম্পর্কে সম্পূর্ণ বিশদ জানানোর পরে সেই ফোনের সম্ভাব্য মূল্য দেখা যায় এবং একই সময়ে সেটি বিক্রি করা যায় খুব সহজেই৷ তবে মনে রাখতে হবে সেই ফোন বা গ্যাজেট আসল হওয়া উচিত। কারণ যে ব্যক্তি ফোন বা ল্যাপটপ পিক-আপের জন্য এসেছেন, তিনি সেই গ্যাজেটটি পুরোপুরি যাচাই করার পরেই গ্রহণ করবেন। যদি সেই ফোনে বা গ্যাজেটে কোনও রকম খামতি থাকে, তাহলে সঙ্গে সঙ্গে সেই এক্সচেঞ্জ বাতিল করা হবে।
advertisement
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
গ্রাহকরা যদি বিনিময়ের পরিবর্তে বিক্রি করতে চান, তাহলে Cashify একটি ভাল বিকল্প হতে পারে। Cashify গ্রাহকদের মোবাইল তথ্য সম্পর্কিত প্রতিটি ছোট এবং বড় প্রশ্ন জিজ্ঞাসা করে এবং যাচাইকরণের পরে সেই মোবাইল, ল্যাপটপ, স্মার্টওয়াচ বা অন্য কোনও ডিভাইস কিনে নেয় এবং মূল্য জমা পড়ে যায় অ্যাকাউন্টে।
advertisement
advertisement
কিন্তু মোবাইলের অবস্থা যদি এমনই খারাপ হয়, যে কোনও ওয়েবসাইট তা গ্রহণ করতে চাইছে না, তাহলেও চিন্তার কারণ নেই। Karma Recycling হল এমন একটি সংস্থা যা যে কোনও অবস্থায় গ্যাজেট কেনে, তা ভাঙা হোক বা সম্পূর্ণভাবে বন্ধ হোক। যদিও এতে সম্পূর্ণ বিস্তারিত বলতে হবে এবং বাড়ি থেকে মোবাইল পিকআপের সুবিধাও রয়েছে। এখানে কিন্তু মোবাইল ও ল্যাপটপ ছাড়া অন্য কোনও পণ্য কেনা হয় না। তাদের কোন ওয়েবসাইট বা অ্যাপ নেই। এই ক্ষেত্রে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jan 11, 2023 1:21 PM IST








