চলে যাবে আপনা-আপনি, জেনে নিন গুগল মেসেজে টেক্সট শিডিউল করার সহজ উপায়
- Published by:Ananya Chakraborty
- Written by:Trending Desk
Last Updated:
ফোনে গুগল মেসেজ অ্যাপ ডাউনলোড করে সেটি ডিফল্ট হিসেবে সেট করতে হবে। এর পরেই একমাত্র ব্যবহার করা যাবে এই ফিচার।
Tech Tips: বর্তমানে শিডিউলিং টেক্সট মেসেজ একটি খুবই গুরুত্বপূর্ণ ফিচার। যাঁরা একে অপরকে মেসেজ পাঠাতে চান কোনও বিরক্ত না করে, তাঁদের ক্ষেত্রে খুবই কাজে আসে এই ফিচার। গুগল মেসেজ অ্যাপ ব্যবহার করে টেক্সট মেসেজ শিডিউল করে রাখা সম্ভব। এই ফিচারের মাধ্যমে মেসেজ টাইপ করে নিজেদের প্রয়োজন অনুযায়ী টাইম সেট করা সম্ভব। এর ফলে যাঁকে মেসেজ পাঠানো হচ্ছে তাঁর সুবিধা অনুযায়ী টাইম সেট করে রাখা যাবে।
গুগল মেসেজ অ্যাপ ব্যবহার করে এই ফিচারের মাধ্যমে আগাম মেসেজ লিখে তার নির্দিষ্ট টাইম বেছে নেওয়া সম্ভব। এক্ষেত্রে গ্রাহকরা কোন ফোন ব্যবহার করছেন, সেটিও অবশ্য গুরুত্বপূর্ণ। কেন না, নিজেদের ফোনে গুগল মেসেজ অ্যাপ ডাউনলোড করে সেটি ডিফল্ট হিসেবে সেট করতে হবে। এর পরেই একমাত্র ব্যবহার করা যাবে এই ফিচার।
আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে
এক নজরে দেখে নেওয়া যাক টেক্সট মেসেজ শিডিউল করার উপায়...
advertisement
advertisement
- - এর জন্য সবার প্রথমেই খুলতে হবে নিজেদের ফোনে গুগল মেসেজ অ্যাপ।
- - এরপর বেছে নিতে হবে সেই ইউজারকে যাঁকে মেসেজ পাঠানো হবে।
- - এরপর নিজেদের মেসেজ টাইপ করতে হবে।
- - এরপর ভুলেও সেন্ড বাটনে ক্লিক করা যাবে না। এই সময়ে মনে রাখতে হবে যে সেন্ড বাটন অনেকটা সময় ধরে লং প্রেস করতে হবে।
advertisement
- - এরপর বাই ডিফল্ট অ্যাপ হিসাবে তিনটি টাইম অপশন দেখা যাবে।
- - এরপর সেই তিনটি টাইম অপশন থেকে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনও একটি টাইম বেছে নিতে হবে। এরপর বেছে নিতে হবে সিলেক্ট ডেট অ্যান্ড টাইম অপশন।
- - এরপর নিজেদের পছন্দ অনুযায়ী সময় এবং তারিখ বেছে নিতে হবে।
advertisement
- - এরপর সেভ বাটনে ক্লিক করতে হবে।
এক্ষেত্রে সেই মেসেজ নিজেদের প্রয়োজন মতো ডিলিটও করা যাবে অথবা মডিফাই করা যাবে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে সেই মেসেজ তৎক্ষণাৎ সেন্ড করতে হলে অ্যাডভান্স হিসাবে সেটি শিডিউল করতে হবে। তৎক্ষণাৎ সেই মেসেজ না পাঠাতে চাইলে নিজেদের প্রয়োজন মতো টাইম এবং সময় বেছে নিতে হবে। মাথায় রাখতে হবে যে যাঁকে মেসেজ পাঠানো হচ্ছে তাঁর টাইম জোন ঠিক কী। অর্থাৎ যাঁকে মেসেজ পাঠানো হচ্ছে তিনি কখন সেই মেসেজ পাবেন। সেই টাইম অনুযায়ীই টেক্সট মেসেজ শিডিউল করতে হবে। যাঁরা বিদেশে থাকেন, তাঁদের ক্ষেত্রে এই টাইম জোনের হিসেব কখনওই ভুললে চলবে না।
Location :
First Published :
November 18, 2022 10:35 AM IST