দুর্ধর্ষ সেলফি ক্যামেরা এবং নজরকাড়া ডিজাইন-সহ বাজারে এল Vivo V23e 5G, টেক্কা দেওয়া মোটেই সহজ নয়
- Published by:Ananya Chakraborty
- partner content
Last Updated:
Vivo V23e 5G: ফোনটি মাত্র 7.32 mm পুরু, ফলে এটি হল সবচেয়ে স্লিক ফোনগুলির মধ্যে অন্যতম
Vivo V23e 5G: এই ফোনের দারুণ ফিচারগুলি সম্পর্কে জানার আগে এবং এর 44 MP সেলফি ক্যামেরা দেখে চোখ ছানাবড়া হওয়ার আগে, একটা জিনিস স্বীকার করতেই হয় যে V23e ফোনটি প্রথম নজরেই মন জিতে নেয়। ফোনটি মাত্র 7.32 mm পুরু, ফলে এটি হল সবচেয়ে স্লিক ফোনগুলির মধ্যে অন্যতম এবং দুর্ধর্ষ সার্ফেস ফিনিশ এই ফোনের লুককে একদম অন্য মাত্রা দিয়েছে।
এর ফ্ল্যাট ফ্রেমের ঝকঝকে মেটালিক ফিনিশ এবং ফ্লুওরাইট AG গ্লাস-সহ ডিফিউজড সার্ফেস কোটিং দেখতে ব্যাপক এবং হাতে ধরলেও দারুণ অনুভব হয়। তাই লোকে যদি আপনার ফোনের দাম তার আসল MRP এর চেয়ে 2-3 গুণ বেশি ভেবে নেন, তাহলে একদমই অবাক হবেন না।
নজর-কাড়া সেলফি
ডিজাইনের প্রাথমিক মুগ্ধতা কাটিয়ে ওঠার পরে যে জিনিসটি আপনার মন জিতে নেবে, সেটা হল এর ক্যামেরা। Vivo-এর সেলফি ক্যামেরা মানেই সবার সেরা এবং vivo V23e 5G কোনও ব্যতিক্রম নয়। এর ফ্রন্ট ক্যামেরা হল দুর্ধর্ষ একটি 44 MP F2.0 ইউনিট, সাথে আছে আই AF এবং একগুচ্ছ AI-ভিত্তিক ট্র্যাকিং ও ছবির সৌন্দর্য বাড়ানোর ফিচার।
advertisement
advertisement
অনেক নামী-দামি ক্যামেরাতেও রাতে ভালো ছবি ওঠে না, কিন্তু এর AI এক্সট্রিম নাইট মোড একাধিক-ফ্রেম মার্জ করার পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আপনার ফিচারগুলি চিহ্নিত করে এবং সেগুলি আরও সুন্দর করে তোলে, ফলে রাতে তোলা ছবিতেও আপনাকে ঠিক দিনের মতোই সুন্দর দেখতে লাগবে। এতক্ষণ ধরে কিন্তু আমরা শুধু ফ্রন্ট ক্যামেরার কথা বললাম, রিয়ার ক্যামেরার নয়।
advertisement
এর আই ট্র্যাকিং অসাধারণ এবং খুব প্রয়োজনীয়, কারণ যে কোনও পোর্ট্রেট ফটোগ্রাফার আপনাকে ছবি তোলার সময়ে ক্যামেরার দিকে তাকাতে বলবে। যে কোনও ছবি তোলার সময়ে এটি সবচেয়ে জরুরি বিষয়। এই vivo V23e 5G এর মধ্যে রয়েছে একটি ‘স্টেডিফেস সেলফি ভিডিও’, এই বিশেষ ফিচার আপনার মুখের দিকে ক্যামেরাকে ফোকাস করতে সাহায্য করে এবং তার চারপাশের সেলফি ভিডিও-কে স্থিতিশীল করে তোলে। এই ফিচারটি যে কোনও ভ্লগ এবং ইনস্টা স্টোরি তৈরি করার জন্য ভীষণ কার্যকর।
advertisement

ট্রিপল ক্যামেরা অ্যারে
এই ফোনের রিয়ার ক্যামেরাও কোনও অংশে কম নয়। একটি স্লিক ক্যামেরা আইল্যান্ডের মধ্যে বসানো এই অ্যারে-তে রয়েছে একটি 50 MP F1.8 প্রাইমারি ক্যামেরা, 8 MP F2.2 120° সুপার ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি 2 MP F2.4 ম্যাক্রো।
ক্যামেরার এনহ্যান্স নাইট মোডের মতো ফিচার ছবির টেক্সচার ডিটেল বজায় রাখতে সাহায্য করে, vivo-র বিশেষত্ব বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট মোড, ডবল এক্সপোজার এবং আরো নানা ধরনের ফিচার আপনার ফোনের ক্যামেরা ব্যবহারের অভিজ্ঞতাকে করে তুলবে অনন্য।
advertisement
এই অসাধারণ ফোনে রয়েছে 8 GB RAM এবং 128 GB স্টোরেজ-সহ MediaTek Dimensity 810 SoC(মিডিয়াটেক ডাইমেনসিটি 810 SoC)। এছাড়াও অন্তর্ভুক্ত রয়েছে একটি 4,050 mAh ব্যাটারি এবং 44 W ফ্ল্যাশচার্জ সাপোর্ট, যার সাহায্যে মাত্র 30 মিনিটে ফোনের চার্জ 1-67% হয়ে যাবে। এর ডিসপ্লের মাপ হল 6.44 ইঞ্চি এবং এটি হল একটি AMOLED প্যানেল, যার রিফ্রেশ রেট হল 60 Hz এবং 400 ppi-এর বেশি। এর রঙের অনুপ্রেরণা নেওয়া হয়েছে মূলত রাতের আকাশ থেকে এবং এই রং সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে তা কতটা দারুণ এবং অনন্য।
advertisement
স্লিক এবং স্টাইলিশ ডিজাইন
রঙের দুইটি বিকল্প রয়েছে- সানশাইন গোল্ড এবং মিডনাইট ব্লু – দুটোই দারুণ এবং সম্পূর্ণ পৃথক অভিজ্ঞতা প্রদান করে। সানশাইন গোল্ড আপনাকে দেবে একটি সফ্ট-টাচ ম্যাট টেক্সচার এবং এর পৃষ্ঠদেশে হালকা প্রতিফলন হয়। এই রংটা দেখলেই মন ভালো হয়ে যায় এবং ফোনটি হাতে ধরে দেখতে ইচ্ছা করে। অন্যদিকে মিডনাইট ব্লু হল ভীষণ মসৃণ এবং হাতে ধরলে বেশ একটা দারুণ অনুভূতি হয়।
advertisement
এই স্লিক, স্টাইলিশ ডিজাইন এবং দুর্ধর্ষ ক্যামেরা ফিচারের সাথে, vivo V23e নিঃসন্দেহে হয়ে উঠবে পকেটসাধ্য বাজেটের মধ্যে প্রথম পছন্দের স্মার্টফোন। যদি আপনি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবেন, তাহলে আর অপেক্ষা করবেন না! কারণ এখনই এই ফোনের 8/128 GB কনফিগারেশন-যুক্ত মডেল হাতে পেয়ে যাবেন মাত্র ₹25,990 দিলেই।
view commentsLocation :
First Published :
March 07, 2022 2:28 PM IST

