Smartphone: ভারতে আসছে Tecno Phantom V Flip 5G! কেমন হবে এই ফোন, দেখে নিন ফার্স্ট লুক

Last Updated:

Smartphone: এর ওজন ১৯৪ গ্রাম। Phantom V Flip-এর ডিজাইনে চামড়া থাকায় তা ধরে রাখাও সহজ। অন্য যেকোনও ফোনের তুলনায় এটি পিছলে যাওয়ার আশঙ্কা কম।

ভারতে আসছে Tecno Phantom V Flip 5G!
ভারতে আসছে Tecno Phantom V Flip 5G!
কলকাতাঃ একের পর এক মোবাইল নির্মাতা সংস্থা নিয়ে আসছে Flip ফোন। এবার ভারতে আসছে Tecno-র প্রথম Flip ফোন Phantom V। ৫৪,৯৯৯ টাকা মূল্যের এই ফোনটি পাওয়া যাবে আইকনিক ব্ল্যাক এবং মিস্টিক ডন— এই দুই রঙে। সম্প্রতি এই ফোনের প্রথম ঝলক দেখা গিয়েছে।
এখানে যে ফোনটি দেখা যাচ্ছে, সেটি ‘মিস্টিক ডন’ ভেরিয়েন্ট। একেবারে প্রিমিয়াম চেহারার এই ফোনটিতে লেদার রিয়ার প্যানেলে রয়েছে লিচি-প্যাটার্ন ডিজাইন।
advertisement
এর ওজন ১৯৪ গ্রাম। Phantom V Flip-এর ডিজাইনে চামড়া থাকায় তা ধরে রাখাও সহজ। অন্য যেকোনও ফোনের তুলনায় এটি পিছলে যাওয়ার আশঙ্কা কম। শুধু তাই নয়, Phantom V Flip ভাঁজ করার ক্ষেত্রেও অন্যের চেয়ে অনেক ভাল। সংস্থার তরফে দাবি করা হয়েছে এর Flip মেকানিজম এমনই যে দু’লক্ষ বার ভাঁজ করার পরেও এতে কোনও ছাপ পড়বে না। এই দামে এমন চেহারার একটি ফোন সত্যিই আকর্ষণীয়।
advertisement
Tecno Phantom V Flip 5G ফোনটি ভাঁজ করা হলে এর পরিমাপ দাঁড়াবে ৮৮.৭৭ x ৭৪.০৫ x ১৪.৯৫ মিলিমিটার। সহজেই থাম্ব সোয়াইপ করা যাবে। খুলে ফেলার পর এর চেহারা দাঁড়াবে ১৭১.৭২ x ৭৪.০৫ x ৬.৯৫ মিলিমিটার।
Tecno-র এই ফোল্ডেবল ফোনটিতে রয়েছে বৃত্তাকার কভার স্ক্রিন এবং দু’টি ক্যামেরা। বৃত্তাকার কভার ডিসপ্লে-তে রয়েছে অলওয়েজ-অন ডিসপ্লে ফিচার।
advertisement
খোলার পর Phantom V Flip 5G-তে পাওয়া যাবে ৬.৯-ইঞ্চি AMOLED স্ক্রিন, যাতে ফুল HD+ রেজোলিউশন পাওয়া যাবে। Phantom V Flip 5G চালিত হবে MediaTek Dimensity 8050 চিপসেট দ্বারা। সঙ্গে রয়েছে ৮ জিবি LPDDR4X RAM। চাইলে একে ১৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। তাছাড়া রয়েছে ২৫৬ জিবি UFS 3.1 ইনবিল্ট স্টোরেজও।
advertisement
১৩ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স-সহ একটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেল। ৪,০০০mAh ব্যাটারি ৪৫W তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
তবে এই ফোনের কিছু অসুবিধার জায়গাও রয়েছে। যেমন Phantom V Flip-এর কোনও আইপি রেটিং নেই। এটি ধুলো ও জলপ্রতিরোধী নয় বলেই মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Smartphone: ভারতে আসছে Tecno Phantom V Flip 5G! কেমন হবে এই ফোন, দেখে নিন ফার্স্ট লুক
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement