Apple Appliances: উৎসব মরশুমে ঘরে আনুন Apple ডিভাইস! বড় ছাড় ঘোষণা করতে চলেছে সংস্থা
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Apple Appliances: এবার Apple-ও তাদের একাধিক পণ্যের উপর ছাড় দেওয়ার কথা ঘোষণা করতে চলেছে। এর মধ্যে থাকতে পারে iPhone, iPad, MacBook, Apple iPod-সহ অনেক কিছুই।
ভারতে শুরু হয়েছে উৎসবের মরশুম। আর এই সময় নানা ধরনের পণ্যের উপর ছাড় দিচ্ছে ছোট-বড় প্রায় সমস্ত সংস্থাই। এবার Apple-ও তাদের একাধিক পণ্যের উপর ছাড় দেওয়ার কথা ঘোষণা করতে চলেছে। এর মধ্যে থাকতে পারে iPhone, iPad, MacBook, Apple iPod-সহ অনেক কিছুই।
ক্যালিফোর্নিয়ায় সদর দফতরে আপাতত চলছে প্রস্তুতি। আগামী ১৫ অক্টোবর বিস্তারিত ঘোষণা হবে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই Apple India-এর অফিসিয়াল ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে সেই বিষয়ে ইঙ্গিত মিলেছে। সেখানে বলা হয়েছে, ‘Apple-এর সঙ্গে এই উৎসব মরশুম উদযাপন করতে প্রস্তুত হোন। ১৫ অক্টোবর আসছে আকর্ষণীয় অফার।’
advertisement
advertisement
এই মুহূর্তে Apple কিছু সুযোগ সুবিধা দিচ্ছে যেমন, Apple-এর iPhone, AirPods বা HomePod কিনলে ছ’মাস বিনামূল্যে Apple Music ব্যবহার করা যাবে। AirPods, AirTag, Apple Pencil (2nd Gen), বা iPad-কে পার্সোনালাইজ করার সুবিধাও দেয় Apple। যেকোনও প্রথম সারির ব্যাঙ্কের মাধ্যমে তিন বা ছয় মাসের জন্য নো-কস্ট ইএমআই পাওয়া যেতে পারে Apple পণ্য ক্রয়ের ক্ষেত্রে। Apple Trade In-এ পুরনো পণ্যের বদলে নতুন পণ্য নিতে চাইলে সঙ্গে সঙ্গে সুযোগ পাওয়া যাবে।
advertisement
এর বাইরেও রয়েছে অন্য ই-কমার্স সংস্থাগুলির বিশেষ ছাড়। যেমন, Flipkart-এ বিগ বিলিয়ন ডে’জ সেলে Apple iPhone 11 পাওয়া যাচ্ছে মাত্র ৩৬,৯৯৯ টাকায়। আসলে ৪৩,৯০০ টাকার এই ফোনটির ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া রয়েছে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার।
ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে iPhone 11 কিনলে যেকোনও ব্যক্তি পেতে পারেন ১০ শতাংশ ছাড়। Axis Bank এবং Citi ক্রেডিট কার্ডেও পাওয়া যাবে এই সুযোগ। তাছাড়া, নতুন iPhone 11 কেনার সময় পুরনো স্মার্টফোন বদলে নিতে চাইলে এক্সচেঞ্জ অফারে পাওয়া যেতে পারে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা পর্যন্ত ছাড়। তবে সেক্ষেত্রে পুরনো ফোনটিতে কত ছাড় পাওয়া যাবে তা স্থির করবে Flipkart।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 15, 2023 2:31 PM IST