২০০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ বাজার কাঁপাবে Samsung Galaxy S23 Ultra, থাকতে পারে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Samsung Galaxy S22 Ultra ডিজাইনের সঙ্গে মিল থাকতে পারে গ্যালাক্সি এস২৩ আল্ট্রার! এমনই ইঙ্গিত মিলল!
Samsung Galaxy S22 Ultra Design Leak: জনপ্রিয় মোবাইল কোম্পানি স্যামসাং লঞ্চ করতে চলেছে তাদের নতুন একটি স্মার্টফোন। স্যামসাং আগামী বছরের প্রথম দিকেই লঞ্চ করতে চলেছে তাদের নতুন রেঞ্জের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S23 Ultra। এর আগে স্যামসাং লঞ্চ করেছিল গ্যালাক্সি এস২২ সিরিজের ফোন। স্যামসাং কোম্পানির এই ফোন অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। এর পর Samsung Galaxy S23 Ultra ফোন সম্পর্কে ফাঁস হওয়া অনেক তথ্য সামনে এসেছে। সম্প্রতি Samsung Galaxy S23 Ultra ফোন প্রকাশ করা হয়েছে অনলাইনে। এক নজরে দেখে নেওয়া যাক, Samsung Galaxy S23 Ultra ফোনের সমস্ত খুঁটিনাটি।
বিখ্যাত টিপস্টার স্টিভ হেমারস্টোফারের সঙ্গে পার্টনারশিপে মাইস্মার্টপিক্স Samsung Galaxy S23 Ultra ফোনের তথ্য প্রকাশ করেছে। আসলে একটি হাই রেজোলিউশনের ৩৬০ ডিগ্রির ভিডিও প্রকাশ করেছে তারা। ফাঁস হওয়া সেই ভিডিও থেকে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনের বেশ কয়েকটি ফিচার এবং ডিজাইন সম্পর্কে জানা গিয়েছে। সেই ভিডিও থেকে জানা যাচ্ছে যে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোন অনেকটাই স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনের মতো।
advertisement
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
তবে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনে কিছু পরিবর্তন করা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনে ব্যবহার করা হয়েছে এস পেন স্লট, কার্ভড ডিসপ্লে ডিজাইন এবং মেটাল ব্যাক ফিনিশ। তবে ডিসপ্লে-র নিরিখে কার্ভটা আবার স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রার মতো নয়। বরং স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা দেখতে অনেকটাই স্যামসাং গ্যালাক্সি নোটের মতো।
advertisement
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনের ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ছোট সাইজের লেন্স। গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনের মতোই গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোন কার্ভড হলেও, অতটা কার্ভড নয়। এ-ছাড়া স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনের ডিজাইনের সঙ্গে গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনের ডিজাইনের বেশ মিল রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনের ফিচার বেশ কিছুদিন আগেই ফাঁস হয়ে গিয়েছে। সেই খবর অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট।
advertisement
এই ফোনে সম্ভবত ব্যবহার করা হয়েছে ২৫ডব্লিউ ফাস্ট চার্জ, যা এত দিন শুধুমাত্র চিনেই সীমিত ছিল। স্যামসাং গ্যালাক্সি এস২৩ এবং গ্যালাক্সি এস২৩ প্লাস ফোনের ভিডিওর পরেই সামনে এসেছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোন।
Location :
First Published :
October 03, 2022 8:18 AM IST