Samsung ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন Galaxy M53 5G, দেখে নিন এক নজরে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
মনে করা হচ্ছে এপ্রিল মাসেই ভারতে লঞ্চ করা হতে পারে Samsung এর নতুন স্মার্টফোন Galaxy M53 5G
Samsung Galaxy M53 5G: Samsung ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন Galaxy M53 5G। Samsung কোম্পানির তরফে এখনও তারিখ ঘোষণা না করা হলেও মনে করা হচ্ছে এপ্রিল মাসেই ভারতে লঞ্চ করা হতে পারে Samsung এর নতুন স্মার্টফোন Galaxy M53 5G। এক নজরে দেখে নেওয়া যাক Galaxy M53 5G ফোনের ফিচার এবং দাম।
Samsung-এর নতুন স্মার্টফোন Galaxy M53 5G এর ফিচার -
Samsung Galaxy M53 5G স্মার্টফোনটিতে একটি 6.7-ইঞ্চির S-AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে এবং এই ডিসপ্লেটির রেজোলিউশন ফুল HD+ এবং 120Hz রিফ্রেশরেট হতে পারে। এই Samsung ফোনে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হতে পারে। এর পিছনের ডিজাইন সম্পর্কে কিছু বলা না হলেও, লিক রিপোর্টে দাবি করা হচ্ছে যে এই ফোনটি গ্যালাক্সি M62 স্মার্টফোনের মতোই হতে পারে।Galaxy M53 5G স্মার্টফোনটিকে MediaTek-এর Dimensity 900 চিপসেটের সঙ্গে বাজারে আনার পরিকল্পনা করছে সংস্থা। সম্প্রতি এই Samsung স্মার্টফোনটি Geekbench-এ লিস্টেড হয়েছে। এর সঙ্গে, এই Samsung ফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের সঙ্গে বাজারে আসতে পারে।
advertisement
advertisement
Samsung Galaxy M53 5G স্মার্টফোনে একটি 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। এলইডি ফ্ল্যাশ সহ এই ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ফোনটি 108 মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট করতে পারে। এর সঙ্গে ফোনটিতে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। Samsung Galaxy M53 5G স্মার্টফোনটি 25W ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
advertisement
Samsung-এর নতুন স্মার্টফোন Galaxy M53 5G-এর দাম -
রিপোর্ট অনুযায়ী ভারতের বাজারে Samsung Galaxy M53 5G-এর দাম হতে পারে ২০,০০০ টাকার মধ্যে। এছাড়াও Samsung Galaxy M32 5G-এর ৬জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের মডেলের দাম হতে পারে প্রায় ১৬,৯৯৯ টাকা। এছাড়াও ৮জিবি র্যাম এবং ১২৮জিবি স্টোরেজের মডেলের দাম হতে পারে প্রায় ১৮,৯৯৯ টাকা। ভারতের বাজারে Samsung-এর নতুন স্মার্টফোন Galaxy M53 5G ফোন কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে এখনও কিছু অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। কিন্তু মনে করা হচ্ছে ভারতের বাজারে এপ্রিল মাসেই লঞ্চ করা হতে পারে এই ফোন।
Location :
First Published :
March 28, 2022 1:40 PM IST