Samsung Galaxy সিরিজের দারুন এই ফোন এখন ৬০০০ টাকা সস্তায়, কোথায় পাওয়া যাচ্ছে?

Last Updated:

ফ্লিপকার্টের সুপার ভ্যালু ডে সেলে Samsung-এর Galaxy F14 5G ফোন পাওয়া যাচ্ছে বেশ অনেকটাই কম দামে। এক নজরে দেখে নেওয়া যাক সমস্ত খুঁটিনাটি।

জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে সবসময়েই আকর্ষণীয় ছাড়ে বিভিন্ন জিনিস পাওয়া যায়। এছাড়াও মাঝেমধ্যেই জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে বিভিন্ন ফোনের উপরে দেওয়া হয় ধামাকা ছাড়। জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে এখন শুরু হয়েছে সুপার ভ্যালু ডে সেল। এই সেলে Samsung-এর একটি জনপ্রিয় ফোনের উপরে আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে। Samsung-এর Galaxy F14 5G ফোনের উপরে পাওয়া যাচ্ছে ধামাকা ছাড়। জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের সুপার ভ্যালু ডে সেলে Samsung-এর Galaxy F14 5G ফোন পাওয়া যাচ্ছে বেশ অনেকটাই কম দামে। এক নজরে দেখে নেওয়া যাক সমস্ত খুঁটিনাটি।
Galaxy F14 5G ফোনের অফারের জন্য ফ্লিপকার্টে একটি আলাদা লাইভ ব্যানার চালু হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের সুপার ভ্যালু ডে সেলে Samsung Galaxy F14 5G মাত্র ১২,৯৯৯ টাকায় কেনা যাবে। বলা হচ্ছে যে এটি ১৫,০০০ টাকার কম দামে আসা দ্রুততম ৫জি ফোন।
আরও পড়ুন – এই ৫টি সুপার কুল গ্যাজেট আছে? আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে গরম
জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের সুপার ভ্যালু ডে সেলে ফোনটি প্রতি মাসে ১৪৪৫ টাকায় EMI-এর অধীনে কেনা যাবে। এছাড়াও HDFC, IndusInd Bank এবং Kotak Bank-এর মাধ্যমে ৬,০০০ টাকা পর্যন্ত ছাড়ও পাওয়া যাবে। এক নজরে দেখে নেওয়া যাক Galaxy F14 5G ফোনের উল্লেখযোগ্য কিছু ফিচার।
advertisement
advertisement
Samsung Galaxy F14 5G ফোনে একটি ৬.৬ ইঞ্চির FHD + IPS LCD ডিসপ্লে রয়েছে, যা ৯০ Hz রিফ্রেশ রেট সহ আসে। এই ফোনটি 5G Android 13 ভিত্তিক OneUI কাস্টম স্কিনে কাজ করে। এতে ক্লিয়ার ভয়েস কলের জন্য AI বুস্ট ফিচার দেওয়া হয়েছে।
স্টোরেজের ক্ষেত্রে, Samsung Galaxy F14 5G ফোনে ৬ GB পর্যন্ত RAM এবং ১২৮ GB স্টোরেজ সহ Exynos ১৩৩০ প্রসেসর দেওয়া হয়েছে। কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজ বাড়ানো যায়।
advertisement
এই Samsung ফোনটিতে একটি ৫০-মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ফোনের সামনে সেলফি তোলার জন্য একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
পাওয়ারের জন্য, এই দ্রুত ৫জি বাজেট ফোনটিতে ২৫ W দ্রুত চার্জিং সাপোর্ট সহ একটি ৬,০০০ mAh ব্যাটারি রয়েছে। কানেকটিভিটির জন্য, ফোনটিতে 5G, 4G LTE, Wi-Fi, ব্লুটুথ এবং USB Type-C পোর্টের সাপোর্ট রয়েছে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Samsung Galaxy সিরিজের দারুন এই ফোন এখন ৬০০০ টাকা সস্তায়, কোথায় পাওয়া যাচ্ছে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement