Samsung Galaxy A23e-এর রেন্ডার ফাঁস, সামনে এল ফোনের স্পেসিফিকেশন
- Published by:Ananya Chakraborty
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক Samsung Galaxy A23e ফোনে কী কী ফিচার থাকতে পারে।
Samsung Galaxy A23e Leak: দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন ব্র্যান্ড Samsung গোটা দুনিয়াতেই খুবই জনপ্রিয়। স্যামসাংয়ের বিভিন্ন ধরনের স্মার্টফোন ইতিমধ্যেই খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। ইউজারদের কথা মাথায় রেখে এই জনপ্রিয় কোম্পানি লঞ্চ করে চলেছেন একটার পর একটা নতুন স্মার্টফোন। জানা গিয়েছে যে স্যামসাং খুব শীঘ্রই তাদের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ইউজারদের জন্য স্যামসাং নিয়ে আসতে চলেছে তাদের নতুন ফোন Samsung Galaxy A23e।
কিন্তু স্যামসাংয়ের তরফ থেকে এই বিষয়ে অফিসিয়ালি এখনও কিছু জানানো হয়নি। স্যামসাংয়ের তরফে কিছু না জানানো হলেও, বাজারে Samsung Galaxy A23e ফোনের কয়েকটি ফিচার ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে। ফাঁস হয়ে যাওয়া তথ্য অনুযায়ী Samsung Galaxy A23e ফোনে থাকতে পারে ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিসপ্লে। এছাড়াও এই ফোনে ব্যবহার করা হতে পারে আধুনিক ও উন্নতমানের ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক Samsung Galaxy A23e ফোনে কী কী ফিচার থাকতে পারে।
advertisement
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
লিকড হয়ে যাওয়া খবর অনুযায়ী Samsung Galaxy A23e ফোনে ব্যবহার করা হতে পারে ৫.৮ ইঞ্চির ইনফিনিটি ভি ডিসপ্লে। Samsung Galaxy A23e ফোনের পিছনে থাকতে পারে সিঙ্গল ক্যামেরা। রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A23e ফোনে Galaxy A23 5G-র বেশ কয়েকটি ফিচার থাকতে পারে। টিপস্টার স্টিভ এইচ ম্যাকফ্লাই Samsung Galaxy A23e ফিনের ফিচার লিক করেছেন নেটদুনিয়ায়। সেই রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A23e ফোনে ব্যবহার করা হতে পারে এই সকল ফিচার।
advertisement
advertisement
লিক হয়ে যাওয়া রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A23e ফোনে ব্যবহার করা হতে পারে কালো এবং সাদা রঙ। এছাড়াও Samsung Galaxy A23e ফোনের পিছনে দিকে থাকতে পারে গ্যালাক্সি ব্র্যান্ডিং। Samsung Galaxy A23e ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডিভাইসের উপরের বাম কোণের পিছনে একটি ক্যামেরা সেন্সর থাকতে পারে। জানা গিয়েছে যে Samsung Galaxy A23e ফোনে ব্যবহার করা হতে পারে ওয়ান ইউআই ৫.১ যা অ্যান্ড্রয়েড ১২ যুক্ত।
advertisement
Samsung Galaxy A23e ফোনে ব্যবহার করা হতে পারে ২৫ ডবলু ফাস্ট ওয়ারড চার্জিং -
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
লিক হওয়া খবর অনুসারে Samsung Galaxy A23e ফোনে থাকতে পারে ৫.৮ ইনফিনিটি ভি ডিসপ্লে। Samsung Galaxy A23e ফোনের পিছনে একটি ক্যামেরা থাকবে। এছাড়াও এই ফোনে একটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকতে পারে। Samsung Galaxy A23e ফোনে ব্যবহার করা হতে পারে একটি ৩.৫ এমএম হেডফোন জ্যাক যা ২৫ ডবলু ফাস্ট ওয়ারড চার্জিং যুক্ত।
Location :
First Published :
August 11, 2022 1:09 PM IST