কম বাজেটে অবাক করা ফিচার নিয়ে বাজারে আসছে Samsung Galaxy A04s !

Last Updated:

Samsung Galaxy A04s: এক নজরে দেখে নিন সমস্ত খুঁটিনাটি

Samsung Galaxy A04s:  স্মার্টফোনের দুনিয়ায় খুবই একটি জনপ্রিয় ব্র্যান্ড হল Samsung। খুব শীঘ্রই তারা নিয়ে আসতে চলেছে একটি এন্ট্রি লেবেলের নতুন স্মার্টফোন। রিপোর্ট অনুযায়ী Samsung খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফোন Samsung Galaxy A04s। তবে এই ফোন কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। কিন্তু, মনে করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই Samsung লঞ্চ করে দিতে পারে তাদের নতুন ফোন Samsung Galaxy A04s।
রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy A04s ফোন Samsung-এর Galaxy A03s ফোনের মতো হতে পারে। জানা গিয়েছে যে, Samsung কোম্পানির নতুন Samsung Galaxy A04s ফোনে থাকতে পারে ৬.৫ ইঞ্চির বড় ডিসপ্লে, এইচডি প্লাস (HD+) রেজোলিউশন প্যানেল, ইউএসবি টাইপ-সি (USB-C) পোর্ট এবং ৩.৫ এমএমের (mm) অডিও জ্যাক। এ ছাড়াও Samsung কোম্পানির নতুন Samsung Galaxy A04s ফোনের ডাইমেনশন হল ১৬৪.৫×৭৬.৫×৯.১৮এমএম।
advertisement
মনে করা হচ্ছে, Samsung-এর নতুন Samsung Galaxy A04s ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। Samsung Galaxy A04s ফোনের তিনটি কোণায় দেওয়া হয়েছে পাতলা বেজেলস। এ ছাড়াও Samsung Galaxy A04s ফোনে রয়েছে বায়োমেট্রিক পাওয়ার বাটন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Samsung Galaxy A04s ফোনে থাকতে পারে দু’টি সিম কার্ড এবং একটি মাইক্রোএসডি কার্ড স্লট। থাকতে পারে Galaxy A03s ফোনের ফিচার। এক নজরে দেখে নিন Galaxy A03s ফোনের ফিচার।
advertisement
advertisement
অ্যামাজনের সামার সেলে মাত্র ৯৯ টাকায় করা যাবে শপিং: 
advertisement
Galaxy A03s ফোনের ফিচার -
Galaxy A03s ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। Galaxy A03s ফোনের ডিসপ্লে রেজোলিউশন হল ১৫৬০× ৭২০। Samsung কোম্পানির Galaxy A03s ফোনে রয়েছে অক্টাকোর মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর। Galaxy A03s ফোনে রয়েছে ৪জিবি র্যাপম। এছাড়াও Galaxy A03s ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। Galaxy A03s ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। একই সঙ্গে Galaxy A03s ফোনে রয়েছে ২ মেগাপিক্সেলের সেন্সর। এছাড়া Galaxy A03s ফোনে সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও Galaxy A03s ফোনে রয়েছে ৫,০০০এমএএইচ ব্যাটারি।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
কম বাজেটে অবাক করা ফিচার নিয়ে বাজারে আসছে Samsung Galaxy A04s !
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement