৩ হাজার টাকা পর্যন্ত দাম কমলো Samsung-এর এই ৫টি স্মার্টফোনের, জেনে নিন নতুন দাম

Last Updated:

নতুন স্মার্টফোন কিনবেন ভাবছেন? Samsung-এর ৫টি আকর্ষণীয় স্মার্টফোন পাবেন নামমাত্র দামে

স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর! সম্প্রতি Samsung দিচ্ছে সবচেয়ে কম দামে স্মার্টফোন কেনার অফার। ইতিমধ্যেই Samsung বেশ কয়েকটি স্মার্টফোনের দাম কমিয়েছে। বাজারে Samsung স্মার্টফোনের বিক্রি ও জনপ্রিয়তা বাড়াতে সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের স্মার্টফোনের অফার দিয়েছে। বিশেষ করে Samsung-এর ৫টি আকর্ষণীয় স্মার্টফোন মিলছে নামমাত্র দামে!
Samsung Galaxy A33 5G
Samsung চলতি বছর মার্চেই Galaxy A33 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। ফোনটি 6GB + 128GB এবং 8GB + 128GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছিল। উভয় ভেরিয়েন্টের দাম যথাক্রমে ২৮,৪৯৯ টাকা এবং ২৯,৯৯৯ টাকা। সাম্প্রতিক ছাড়ে দুটি ফোনেই প্রায় ৩ হাজার টাকার মতো দাম কমিয়েছে কোম্পানি। এর বর্তমানে 6GB এবং 8GB ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে যথাক্রমে ২৫,৪৯৯ টাকা এবং ২৬,৯৯৯ টাকায়।
advertisement
advertisement
বর্তমান ছাড়ে Samsung-এর Galaxy M12 স্মার্টফোনের দামও আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। কোম্পানি এই 4 GB RAM এবং 6 GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করেছে ফোনটিকে। কোম্পানি এই হ্যান্ডসেটটিতে প্রায় ১ হাজার টাকার মতো মূল্য কমিয়েছে। তবে এই ছাড় শুধুমাত্র 6 GB RAM ভেরিয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
advertisement
Samsung Galaxy M32
Samsung Galaxy M32 এখন আগের তুলনায় আরও সস্তা! আগে Samsung Galaxy M32 এর 4GB RAM + 64GB ভেরিয়েন্টের দাম ছিল ১৪,৯৯৯ টাকা। বর্তমানে কোম্পানি এতে তিন হাজার টাকা ছাড় দিয়েছে। স্মার্টফোনটির সাম্প্রতিক মূল্য ১২,৯৯৯ টাকা।
advertisement
Samsung-এর সাশ্রয়ী মূল্যের তালিকায় যুক্ত হয়েছে Galaxy F22 স্মার্টফোন। Samsung Galaxy F22 দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 4GB+64GB এবং 6GB+128GB। এই দুটি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১২,৪৯৯ টাকা এবং ১৪,৪৯৯ টাকা। কোম্পানি দুটি ভ্যারিয়েন্টেই ২ হাজার টাকা করে কমিয়েছে। গ্রাহকরা এখন ১০,৪৯৯ টাকায় 4GB ভ্যারিয়েন্ট এবং ১২,৪৯৯ টাকায় 6GB ভ্যারিয়েন্ট কিনতে পারবেন।
advertisement
Samsung Galaxy A22 5G
কোম্পানি গত বছর ভারতে লঞ্চ হওয়া Galaxy A22 5G স্মার্টফোনেরও দাম কমিয়েছে। এই স্মার্টফোনটিও দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় এবং দুটিতেই ২ হাজার টাকা করে কমানো হয়েছে। 6GB + 128GB এবং 8GB + 128GB এই স্মার্টফোন দুটির দাম ছিল যথাক্রমে ১৯,৯৯৯ টাকা এবং ২১,৯৯৯ টাকা। কিন্তু এখন গ্রাহকরা ১৭,৯৯৯ টাকায় 6GB ভ্যারিয়েন্ট এবং ১৯,৯৯৯ টাকায় 8GB ভ্যারিয়েন্টের মডেল দুটি কিনতে পারবেন।
বাংলা খবর/ খবর/মোবাইল/
৩ হাজার টাকা পর্যন্ত দাম কমলো Samsung-এর এই ৫টি স্মার্টফোনের, জেনে নিন নতুন দাম
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement