অপেক্ষার অবসান, হাতে এল জিও ফোন

Last Updated:

বাজারে নয়া চমক জিওর

 #কলকাতা: নিখরচার ফোনে মিলছে ভিডিও কলিং ও ইন্টারনেট করার সুবিধা। বাজারে নয়া চমক জিওর। যে গ্রাহকরা প্রি ব্যুকিং করেছেন রিলায়েন্স ডিজিটাল থেকে তাঁদের মোবাইল দেওয়া হচ্ছে। মাত্র ১৫০০ টাকা সিকিউরিটি ডিপোজিট রেখেই মিলছে স্মার্টফোন। তিন বছর পর ফোন জমা দিলে ফেরত দেওয়া হবে সিকিউরিটি ডিপোজিট।
জিওর হাত ধরে ভারতীয় টেলিকম দুনিয়ায় এসেছে ফোর'জি বিপ্লব। এবার নিখরচায় বাজারে ফোর'জি ফোন আনল জিও।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চল্লিশতম বার্ষিক সাধারণ সভায় ফোর জি ফিচার ফোনের আনুষ্ঠানিক প্রকাশ করেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি।
advertisement
জিওর নয়া চমক
- পৃথিবীর সবচেয়ে সস্তা স্মার্টফোন
- VoLTE জিওফোন
- ১৫৩ টাকায় মিলবে আনলিমিটেড ডেটা ও কলের সুবিধা
advertisement
- রয়েছে ইন্টারনেট ও ভিডিও কল করার সুবিধা
- ফেসবুকও করা যাবে
- রয়েছে ফ্রন্ট ও ব্যক ক্যামেরা
- জিও টিভি ও জিও সিনেমা দেখা যাবে
শুধু শহরই নয়, গ্রামেও মিলছে উচ্চগতির ইন্টারনেট পরিষেবা। যে গ্রাহকরা প্রি ব্যুকিং করেছেন রিলায়েন্স ডিজিটাল থেকে তাঁদের মোবাইল দেওয়া হচ্ছে। মাত্র ১৫০০ টাকা সিকিউরিটি ডিপোজিট রেখেই মিলবে এই স্মার্টফোন। সবচেয়ে বড় কথা, এই ১৫০০ টাকাই ফেরত পাওয়া যাবে। তিন বছর পর ফোন জমা দিলেই টাকা পেয়ে যাবেন গ্রাহক। জিওর ফিচার ফোন পেতে লাইন পড়েছে রিলায়েন্স ডিজিটাল স্টোরগুলিতে। এত কম দামে ফোন পেয়ে উচ্ছ্বসিত গ্রাহকরা।
advertisement
ডিজিটাল দুনিয়ায় সবচেয়ে বড় বিস্ময়। বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন বাজারে এনেছে জিও। ৫০ কোটি ভারতবাসীর কাছে ডিজিটাল দুনিয়ার সুবিধা পৌঁছে দেওয়াই লক্ষ্য জিওর।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
অপেক্ষার অবসান, হাতে এল জিও ফোন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement