৫০০০ টাকার কমে পাওয়া যাচ্ছে Redmi-র জবরদস্ত এই ফোন, সীমিত সময়ের অফার
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক Redmi 10 Prime ফোনের খুঁটিনাটি
Redmi 10 Prime Phone deal: Xiaomi তার সস্তা ফোনে শক্তিশালী বৈশিষ্ট্য এবং ফিচার দেওয়ার জন্য খুবই জনপ্রিয়। কিন্তু প্রাইম কোয়ালিটির ফোনের দাম যদি অর্ধের মতো কমে গিয়ে সস্তা হয়ে যায়? বিশ্বাস না হলেও Redmi 10 Prime ২০২২ ভার্সন ফোন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় কম দামে। Mi.com থেকে পাওয়া তথ্য অনুযায়ী Redmi 10 Prime ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ১০,৪৯৯ টাকায়।
Redmi 10 Prime ফোনে পাওয়া যাচ্ছে প্রায় ৪,৫০০ টাকার ছাড়। Redmi 10 Prime ফোনে HDFC Bank এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ডে পাওয়া যাচ্ছে ৫০০ টাকার ছাড়। সব মিলিয়ে ছাড় দাঁড়াল পাক্কা ৫ হাজার। এবার এক নজরে দেখে নেওয়া যাক সমস্ত খুঁটিনাটি।
Xiaomi-র Redmi 10 Prime ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চির ফুল ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। Redmi 10 Prime ফোনে ব্যবহার করা হয়েছে ২৪০০x১০৮০ পিক্সেল রেজোলিউশন। Redmi 10 Prime ফোনে ব্যবহার করা হয়েছে 90Hz রিফ্রেশ রেট। Redmi 10 Prime ফোনের স্ক্রিনের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে করনিং গরিলা গ্লাস ৩।
advertisement
advertisement
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
Redmi 10 Prime ফোনে ব্যবহার করা হয়েছে এমআইইউআই ১২.৫ কাস্টম স্ক্রিন। Redmi 10 Prime ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর।
Redmi 10 Prime ফোন পাওয়া যাচ্ছে ৪ জিবি ও ৬ জিবি র্যামের সঙ্গে ৬৪ জিবি এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ। এছাড়াও Redmi 10 Prime ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো সম্ভব। জানা গিয়েছে যে, Redmi 10 Prime ফোনের র্যাম আরও ২ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।
advertisement
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
Redmi 10 Prime ফোনে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। Redmi 10 Prime ফোনে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়াও Redmi 10 Prime ফোনে সেলফি তোলার জন্য ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর।
advertisement
Redmi 10 Prime ফোনে পাওয়ারের জন্য ব্যবহার করা হয়েছে ৬০০০ এমএএইচ (mAh) ব্যাটারি। Redmi 10 Prime ফোনে ব্যবহার করা হয়েছে ১৮ ডবলু ফাস্ট চার্জ। এছাড়াও এই ফোনের সঙ্গে দেওয়া হচ্ছে ২২.৫ ডব্লুর অ্যাডাপটর। Redmi 10 Prime ফোনে ৯ ডব্লু রিভার্স চার্জও সাপোর্ট করে।
Location :
First Published :
August 31, 2022 1:10 PM IST