শীঘ্রই ভারতে নতুন M-সিরিজ স্মার্টফোন লঞ্চ করতে পারে POCO, জেনে নিন সম্ভব্য স্পেসিফিকেশন

Last Updated:

Poco M5: ১৫ হাজারের কম দামে ভারতে আসছে আরও একটি নতুন ফোন

Poco M5: ভারতে Poco খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফোন। জানা গিয়েছে যে, এ দেশে Poco তাদের M সিরিজের নতুন ফোন Poco M5 লঞ্চ করতে চলেছে।
সম্প্রতি সংস্থার তরফে একটি টিজার লঞ্চ করে নতুন ফোন সম্পর্কে জানানো হয়েছে। খুব শীঘ্র লঞ্চ করা হবে জানানো হলেও নির্দিষ্ট দিনক্ষণের কথা কিছু বলা হয়নি।
Poco-র লঞ্চ করা টিজার পোস্টার অনুযায়ী, কোম্পানি 'G99' শব্দের সঙ্গে Poco M5 ফোনের উল্লেখ করেছে। মনে করা হচ্ছে, Poco M5 ফোনে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক হেলিও জি৯৯ এসওসি চিপসেট। এতে 4G কানেক্টিভিটি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতে Poco M5 ফোনের দাম ১৫,০০০ টাকার কম হতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
রিপোর্ট অনুযায়ী, Poco M5 ফোনে ব্যবহার করা হতে পারে অ্যান্ড্রয়েড ১২। জানা গিয়েছে যে, Poco M5 ফোনে ব্যবহার করা হতে পারে ফুল এইচডি প্লাস রেজোলিউশন সহ ৬.৫৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। Poco কোম্পানির লঞ্চ করা টিজার পোস্টার Poco M5 ফোনের এই ফিচার সম্পর্কে জানা গিয়েছে।
advertisement
রিপোর্ট অনুযায়ী Poco M5 ফোনে ব্যবহার করা হতে পারে চিক-লেদার ব্যাক ডিজাইন। নিরাপত্তার জন্য এই ফোনে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। Poco M5 ফোনে ব্যবহার করা হতে পারে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট। এছাড়াও Poco M5 ফোনে সংযোগের জন্য ব্লুটুথ ভি৫ এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সংযোগ থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
advertisement
এ বছরের শুরুতেই Poco তাদের Poco M4 ফোন লঞ্চ করেছে সারা বিশ্বে। এই ফোনটিই ছিল সংস্থার তরফে লঞ্চ করা প্রথম ৫জি ফোন।
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
রিপোর্ট অনুসারে Poco M5 ফোনটিতে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক ডাইমেনশন ৭০০, 90Hz রিফ্রেশ রেট এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনে থাকতে পারে ৫,০০০ এমএএইচের ব্যাটারি এবং কমপক্ষে 33W চার্জ। জানা গিয়েছে যে Poco কোম্পানি তাদের Poco M5 ফোনের ৫জি সাপোর্ট যুক্ত মডেলও লঞ্চ করতে পারে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
শীঘ্রই ভারতে নতুন M-সিরিজ স্মার্টফোন লঞ্চ করতে পারে POCO, জেনে নিন সম্ভব্য স্পেসিফিকেশন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement