শুরু হয়েছে POCO Cricket Carnival, কম দামে মিলবে Poco M4 Pro এবং Poco M4 Pro 5G ফোন

Last Updated:

POCO Cricket Carnival চলবে এপ্রিল মাসের ১০ তারিখ পর্যন্ত।

POCO Cricket Carnival: Poco ভারতে শুরু করেছে তাদের ক্রিকেট কার্নিভাল। ক্রিকেট কার্নিভাল শুরু হয়েছে এপ্রিল মাসের ৪ তারিখ থেকে চলবে ১০ তারিখ পর্যন্ত। সেখানেই তাদের ফোন পাওয়া যাবে বিশেষ অফারে। Poco M4 Pro এবং Poco M4 Pro 5G স্মার্টফোনের দাম ১৪,৯৯৯ টাকা হলেও এখন বিশেষ অফারে এই ফোন পাওয়া যাচ্ছে মাত্র ১২,৯৯৯ টাকায়। এক নজরে দেখে নিন Poco M4 Pro এবং Poco M4 Pro 5G স্মার্টফোনের কয়েকটি আধুনিক ও উন্নত ফিচার।
Poco M4 Pro এবং Poco M4 Pro 5G স্মার্টফোনের ফিচার -
Poco M4 Pro এবং Poco M4 Pro 5G ফোনে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক ও উন্নত ফিচার। Poco M4 Pro 5G ফোনে রয়েছে রেকট্যাঙ্গুলার ক্যামেরা স্যারাউন্ড যা Poco M3 ফোনেও রয়েছে। Poco M4 Pro 5G ফোনে রয়েছে ক্যামেরা হাম্প, যা Redmi Note 11T 5G ফোনে রয়েছে। Poco M4 Pro 5G ফোনে রয়েছে নীল গ্র্যাডিয়েন্ট কালার স্কিম, যা Redmi Note 11T 5G ফোনে রয়েছে। Poco M4 Pro 5G ফোনটি পাওয়া যেতে পারে হলুদ এবং ধূসর—এই দু’টি রঙে।
advertisement
advertisement
Poco M4 Pro এবং Poco M4 Pro 5G ফোনে রয়েছে ডাইমেনসিটি ৮১০ চিপসেট, ৯০ এইচজেড (Hz) রিফ্রেশ রেট, আইপিএস (IPS) এলসিডি (LCD) ডিসপ্লে, ৫০০০এমএএইচ (mAh) ব্যাটারি, ৩৩W ফাস্ট চার্জ এবং ৫০এমপির (MP) মেন রিয়ার ক্যামেরা। Poco M3 ফোনের কয়েকটি ফিচার এই নতুন Poco M4 Pro 5G ফোনের মধ্যে থাকলেও, নতুন ফোনে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের লেটেস্ট ভার্সন। Poco M4 Pro 5G ফোনে ব্যবহার করা হতে পারে এমআইইউআই ১৩ (MIUI 13) বেসড অ্যান্ড্রয়েড ১২ (Android 12) ভার্সন। এ ছাড়াও Poco M4 Pro এবং Poco M4 Pro 5G ফোনে রয়েছে বেশ কিছু আধুনিক ফিচার।
advertisement
Poco M4 Pro এবং Poco M4 Pro 5G ফোন পাওয়া যাবে ৬জিবি (GB) র্যা ম (RAM) এবং ৬৪জিবি স্টোরেজ মডেল। Poco M4 Pro এবং Poco M4 Pro 5G ফোন দু’টি পাওয়া যাচ্ছে অনলাইনে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
শুরু হয়েছে POCO Cricket Carnival, কম দামে মিলবে Poco M4 Pro এবং Poco M4 Pro 5G ফোন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement