Oppo Reno 8 SE Specifications Leaked: টিপস্টার মারফত সম্প্রতি Oppo Reno 8 SE ফোনের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানা গিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী Oppo Reno 8 SE ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। Oppo Reno 8 SE ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ চিপসেট। Oppo Reno 8 SE ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ ভার্সন। Oppo Reno 8 SE ফোনে রয়েছে দুটি স্টোরেজ অপশন। Oppo Reno 8 SE ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। Oppo Reno 8 SE ফোনে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ডব্লু ফাস্ট চার্জ। রিপোর্ট অনুযায়ী ভারতে Oppo Reno 8 SE ফোন লঞ্চ করা হতে পারে জুন মাসের শেষে। এক নজরে দেখে নেওয়া যাক Oppo Reno 8 SE ফোনের আরও কয়েকটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ ফিচার।
Oppo Reno 8 SE ফোনের সম্ভাব্য ফিচার -
৯১মোবাইলের যোগেশ ব্রারের (Yogesh Brar) রিপোর্ট অনুযায়ী Oppo Reno 8 SE ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। Oppo Reno 8 SE ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ ভার্সন। Oppo Reno 8 SE ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ এসওসি। Oppo Reno 8 SE ফোনে রয়েছে দুটি স্টোরেজ অপশন। এর মধ্যে একটি হল ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং আরেকটি হল ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।
আরও পড়ুন - অপেক্ষার অবসান, Whatsapp আপডেটে এ বার বড় ফাইল শেয়ারিংয়ের সুযোগ
আরও পড়ুন - Google বন্ধ করে দিচ্ছে কল রেকর্ডিং অ্যাপ! জানুন এবার কী করবেন
Oppo Reno 8 SE ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। Oppo Reno 8 SE ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স। Oppo Reno 8 SE ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের লেন্স। এছাড়াও Oppo Reno 8 SE ফোনে রয়েছে ২ মেগাপিক্সেলের লেন্স। Oppo Reno 8 SE ফোনে সেলফি এবং ভিডিও তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার। Oppo Reno 8 SE ফোনে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ডাবলু ফাস্ট চার্জ।
Oppo Reno 8 ফোনের ফিচার -
টিপস্টার মারফত Oppo Reno 8 নিয়েও খবর মিলেছে, বলা হচ্ছে এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ১ এসওসি। Oppo Reno 8 ফোনে রয়েছে এলপিডিডিআর৫ র্যাম। Oppo Reno 8 ফোনে রয়েছে ইউএফসি ৩.১ স্টোরেজ। Oppo Reno 8 ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে এবং ১২০ এইচজেড রিফ্রেশ রেট। Oppo Reno 8 ফোনে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ডবলু ফাস্ট চার্জ।
Oppo Reno 8 SE ফোনের লঞ্চের তারিখ -
Oppo Reno 8 SE ফোনের লঞ্চের নির্দিষ্ট তারিখ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। কিন্তু রিপোর্ট অনুযায়ী Oppo Reno 8 সিরিজের ফোন লঞ্চ করা হতে পারে জুন মাসের শেষে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: OPPO