মাইক্রোলেন্স ক্যামেরা-সহ Oppo F21s Pro আসছে এ মাসেই, দেখে নিন ফিচার

Last Updated:

Oppo F21s Pro ফোনটি ভারতে আগামী ১৫ সেপ্টেম্বর লঞ্চ করা হবে।

Oppo F21s Pro: একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ করছে ভারতে। প্রায় সব সংস্থাই অগস্ট, সেপ্টেম্বরে কোনও না কোনও বিভাগের ফোন নিয়ে এসেছে এ দেশে। এ বার আরও একটি ফোন আসতে চলেছে ভারতীয় বাজারে।
Oppo শীঘ্রই লঞ্চ করতে চলেছে তাদের নতুন রেঞ্জের স্মার্টফোন Oppo F21s Pro। সংস্থার তরফে জানা গিয়েছে, এই ফোনটি ভারতে আগামী ১৫ সেপ্টেম্বর লঞ্চ করা হবে। Oppo এই ফোনে তার সেগমেন্টের প্রথম ‘মাইক্রোলেন্স ক্যামেরা’ ব্যবহার করতে চলেছে। এতে ৩০x ‘ম্যাগনিফিকেশন’ পাওয়া যাবে। Oppo একটি ট্যুইটের মাধ্যমে এই তথ্য দিয়েছে। পাশাপাশি Oppo-র নিজস্ব মাইক্রোসাইটে লাইভও করা হয়েছে।
advertisement
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
দেখা যাচ্ছে, ডিসপ্লে-র বাঁ দিকে একটি ‘হোল-পাঞ্চ’ কাটআউট রয়েছে। মনে করা হচ্ছে এখানে সেলফি ক্যামেরা থাকবে। Oppo মাইক্রোসাইট থেকে জানানো হয়েছে, Oppo F21s Pro-তে রয়েছে একটি ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার AI ক্যামেরা। তা ছাড়া, Orbit Light Support পাওয়া যাবে ফোনটিতে। এর ফলে সেকেন্ডারি ক্যামেরার লেন্সে ‘রিং লাইট’ তৈরি হবে।
advertisement
advertisement
প্রকাশিত ছবি দেখে বোঝা যাচ্ছে, ফোনের পিছনের প্যানেলটি বেশ চকচকে। এ ছাড়া দেখা গিয়েছে, Oppo F21s Pro-এর বাঁ দিকে ‘ভলিউম রকার’ এবং ‘সিম ট্রে’ দেওয়া হবে।
আসন্ন ফোনটির ডান দিকে থাকবে ‘পাওয়ার বাটন’, ইউএসবি টাইপ সি পোর্ট, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল ফোনের নিচে।
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
তবে একটি নয়। এই সিরিজে আরও দুটি ফোন অন্তর্ভুক্ত করা হয়েছে আগেই। F21 Pro, F21 Pro 5G ফোন দু’টি আগে থেকেই রয়েছে। Oppo এপ্রিল মাসে Oppo F21 Pro, F21 Pro 5G লঞ্চ করেছে।
advertisement
সংস্থার তরফে জানান হয়েছে, F21 Pro-তে একটি ৬.৪-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে রয়েছে HD+ রেজোলিউশনও। এ ছাড়াও, এতে ৯০Hz রিফ্রেশ রেট এবং ১৮০Hz টাচ স্যাম্পলিং-ও রয়েছে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মাইক্রোলেন্স ক্যামেরা-সহ Oppo F21s Pro আসছে এ মাসেই, দেখে নিন ফিচার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement