New Android Malware: এই অ্যান্ড্রয়েড ম্যালওয়ার প্রায় ১ মিলিয়ন ফোনের ক্ষতি করেছে, আপনার ফোন তালিকায় নেই তো?
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
কিন্তু এই ধরনের ম্যালওয়্যার (Malware) থেকে বাঁচার কয়েকটি উপায় রয়েছে। এগুলি মেনে চললে ম্যালওয়্যার থেকে বাঁচা সম্ভব।
বিশ্বের প্রায় ৮৫ শতাংশের বেশি স্মার্টফোন চালিত হয় অ্যান্ড্রয়েড (Android) অপারেটিং সিস্টেম দ্বারা। জানা গিয়েছে, প্রায় ১ মিলিয়নের বেশি অ্যান্ড্রয়েড ফোন ক্ষতিগ্রস্ত ম্যালওয়্যার (Android Malware) দ্বারা। হ্যাকার এবং সাইবার ক্রিমিনালদের কাছে প্রধান টার্গেট হল ফোনের অপারেটিং সিস্টেম। অ্যাপেল এবং অ্যান্ড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেম ইউজারদের অনুমতি দেয় থার্ড পার্টি অ্যাপ (third party apps) ইনস্টল করতে। কিন্তু গুগল অনেক আগে থেকেই সতর্ক করেছে এই সকল থার্ড পার্টি অ্যাপ (third party apps) ডাউনলোড না করতে। কারণ থার্ড পার্টি অ্যাপ থেকে বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড করলে বিপদের সম্ভাবনা থেকে যায়। কারণ এখনও গুগল প্লে স্টোরে (google play store) রয়েছে বিভিন্ন ধরনের ম্যালিসিয়াস অ্যাপ (malicious app)। এর মাধ্যমে হ্যাকাররা এবং সাইবার ক্রিমিনালরা ক্ষতিকারক ম্যালওয়্যার (Malware) ঢুকিয়ে দিতে পারে ইউজারদের ফোনে। বিগত কয়েক বছর ধরে হ্যাকার এবং সাইবার ক্রিমিনালরা ইউজারদের ফোনে ক্ষতিকারক ম্যালওয়্যারের প্রবেশ করিয়ে চলেছে।
ম্যালওয়্যার (malware) হল এক ধরনের ভাইরাস। এর কাজ হল বিভিন্ন ধরনের সিস্টেমে প্রবেশ করে সেগুলো হ্যাক করা। এর মাধ্যমে হ্যাকার এবং সাইবার ক্রিমিনালরা চুরি করতে পারে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ নথি। এর মাধ্যমে ব্যাঙ্কের টাকা লোপাট করা সম্ভব। এই ধরনের ম্যালওয়্যার ব্যাবহার করা হয় অপরাধমূলক কাজের জন্য। বিভিন্ন ধরনের অ্যাপের মাধ্যমে সেটি স্মার্টফোনে প্রবেশ করে। বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপের মাধ্যমেই এটি ফোনে প্রবেশ করে। ফোনের থেকে ইউজারদের ব্যাঙ্কের সমস্ত তথ্য সংগ্রহ করে হ্যাকার এবং সাইবার ক্রিমিনালদের কাছে তা পাঠিয়ে দেয় ম্যালওয়্যার। এর জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের মাল্টিপিল কমিউনিকেশন চ্যানেল।
advertisement
advertisement
কিন্তু এই ধরনের ম্যালওয়্যার (Malware) থেকে বাঁচার কয়েকটি উপায় রয়েছে। এগুলি মেনে চললে ম্যালওয়্যার থেকে বাঁচা সম্ভব। প্রথমেই মনে রাখতে হবে যে ভেরিফায়েড অ্যাপ ছাড়া অন্য কোনও ধরনের অ্যাপ ডাউনলোড করা উচিত নয়। সবসময় থার্ড পার্টি অ্যাপ থেকে দূরত্ব বজায় রাখা দরকার। বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড করার আগে সেই সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার এবং না জেনেই সেই অ্যাপ ডাউনলোড করার জন্য নিজেদের বিভিন্ন ধরনের ডেটা অ্যাকসেস করার অনুমতি দেওয়া উচিত নয়। এছাড়া নিজেদের সিস্টেমে বিভিন্ন সোর্স থেকে আসা অজানা লিঙ্কে ক্লিক করা উচিত নয়। মেলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে নিজেদের ফোনে সেই লিঙ্ক পাঠানো হতে পারে। বর্তমানে সাইবার ক্রিমিনালরা বিভিন্ন ধরনের উপায় বের করছে, তাই সবসময় সতর্ক থাকা প্রয়োজন।
Location :
First Published :
March 28, 2022 5:53 PM IST