৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা-সহ ভারতে লঞ্চ হল Motorola Edge 30 Pro, জেনে নিন দাম ও ফিচার

Last Updated:

Motorola Edge 30 Pro: আগামী ৪ মার্চ থেকে শুরু হবে বিক্রয়, পাওয়া যাবে ফ্লিপকার্ট (Flipkart) এবং মোটো স্টোরে (Moto Store)

Motorola Edge 30 Pro: মোটোরোলা (Motorola)-র প্রিমিয়াম এজ সিরিজের আসতে চলেছে নতুন সদস্য। একাধিক আকর্ষণীয় ফিচার-সহ Motorola Edge 30 Pro লঞ্চ করছে মোটোরোলা। দু’টি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, একটি ৬০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৬৮W ফাস্ট চার্জিং সাপোর্ট, দ্রুত ইন্টারনেট সংযোগের জন্য ওয়াইফাই ৬e থাকছে নতুন এই ফোনে। সব থেকে বড় বিষয় হল স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ১ SoC (Snapdragon 8 Gen 1 SoC) থাকছে মোটোরোলার নতুন সদস্যর। iQoo 9 Pro সম্প্রতি এই প্রযুক্তির ফোন নিয়ে এসেছে ভারতীয় বাজারে। এই একই পাওয়ার প্রসেসর কাজ করে স্যামসাংয়ের (Samsung) premium Galaxy S22 series-এ। তবে এই ফোন ভারতের সর্বত্র পাওয়া যাচ্ছে না এখনও।
তবে Motorola Edge 30 Pro-এর অন্যতম বৈশিষ্ট্য হল এটি অ্যান্ড্রয়েড ১২ নির্ভর। দু’বছর ধরে এই ফোনে অ্যান্ড্রয়েড আপডেট সম্ভব। তবে এই ফোনের একটি খারাপ দিকও রয়েছে। তা হল স্টোরেজ। সিঙ্গল স্টোরেজ এই ফোনের ৮ GB RAM এবং ১২৮GB ইন্টারনাল স্টোরেজ।
advertisement
আর কী কী থাকছে Motorola Edge 30 Pro-তে?
advertisement
১. ৬.৭ LED ডিসপ্লে
২. ১৪৪Hz রিফ্রেশ রেট
৩. গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন এবং অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং
৪. HDR১০+ সাপোর্ট ডিসপ্লে, ফুল HD+ রেজোলিউশন
৫. ৮.৭৯ মিলিমিটার ফোনটির ওজন ১৭৯ গ্রাম
৬. ডুয়াল সিম
advertisement
৭. ব্লু-টুথ ৫.২
৮. ডলবি আটমোস সাপোর্ট-সহ ডুয়াল স্টিরিও স্পিকার
৯. স্ন্যাপ ড্রাগন সাউন্ড
১০. তিনটি মাইক্রোফোন
১১. ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
১২. ৪,৮০০mAh ব্যাটারি
advertisement
ক্যামেরা কেমন?
ব্যাক কামেরায় রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট-আপ — ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরায় থাকছে OIS (Optical Image Stabilization system), ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরায় থাকছে ১১৪ FoV (Field of view ) এবং ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। প্রাইমারি রিয়ার ক্যামেরায় ২৪fps-এর ৮K ভিডিও রেকর্ড করা যেতে পারে, ৬০fps-এর ৪K এবং ফুল HD ভিডিও রেকর্ড করা যেতে পারে ৬০fps পর্যন্ত।
advertisement
দাম কত?
Motorola Edge 30 Pro–র দাম ভারতের বাজারে ৪৯,৯৯৯ টাকা। দু’টি রঙে পাওয়া যাবে ফোনটি— কসমো ব্লু এবং স্টারডাস্ট হোয়াইট। আগামী ৪ মার্চ থেকে শুরু হবে বিক্রয়, পাওয়া যাবে ফ্লিপকার্ট (Flipkart) এবং মোটো স্টোরে (Moto Store)।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা-সহ ভারতে লঞ্চ হল Motorola Edge 30 Pro, জেনে নিন দাম ও ফিচার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement