৫০০০ টাকা কমে মোটোরোলার ২০০ মেগাপিক্সেল ফোন! আজই শেষ হচ্ছে অফার
- Published by:Ananya Chakraborty
Last Updated:
২০০ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত এই ফ্ল্যাগশিপ ফোনের ওপর আকর্ষণীয় অফার পাওয়ার শেষ দিন আজ।
জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে শুরু হয়েছে মোটো ডেজ সেল। ফ্লিপকার্টের এই মোটো ডেজ সেলে গ্রাহকরা পেয়ে যাবেন আকর্ষণীয় কম দামে মোটোরোলার বিভিন্ন ধরনের স্মার্টফোন। ফ্লিপকার্টের এই সেলে গ্রাহকরা Motorola Edge 30 Ultra পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়ে। ফ্লিপকার্টে মোটোরোলার এই ফোনের ওপর দেওয়া হচ্ছে ৫,০০০ টাকার ছাড়। এক নজরে দেখে নেওয়া যাক সমস্ত খুঁটিনাটি।
জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের এই মোটো ডেজ সেলে Motorola Edge 30 Ultra ফোনটি পাওয়া যাচ্ছে ৫,০০০ টাকা ছাড়ে। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২ জিবি স্টোরেজ মডেলের দাম ৫৯,৯৯৯ টাকা। কিন্তু এই সেলে Motorola Edge 30 Ultra ফোনটি পাওয়া যাচ্ছে ৫৪,৯৯৯ টাকায়। অর্থাৎ ফ্লিপকার্টের এই মোটো ডেজ সেলে Motorola Edge 30 Ultra ফোনটি গ্রাহকরা পেয়ে যাচ্ছেন ৫,০০০ টাকা ছাড়ে।
advertisement
আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে
এই ক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন যে, এই অফারের শেষ দিন ৭ নভেম্বর অর্থাৎ সোমবার। Motorola Edge 30 Ultra ফোনটি বিশ্বের প্রথম ২০০ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত ফোন। ২০০ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত এই ফ্ল্যাগশিপ ফোনের ওপর আকর্ষণীয় অফার পাওয়ার শেষ দিন আজ। অর্থাৎ যাঁরা এই ফোন কিনতে চান তাঁদের জন্য আজকেই শেষ সুযোগ।
advertisement
advertisement
Motorola Edge 30 Ultra ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৬৭ ইঞ্চির ১০ বিটস পোলেড ফুল এইচডি প্লাস (pOLED FHD+) এন্ডলেস ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে HDR 10+, যা ১৪৪ এইচজেড৪ রিফ্রেশ রেট যুক্ত। সুরক্ষার জন্য এই ফোনের স্ক্রিনে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৫ প্রোটেকশন। এই ফোনের ডিসপ্লের পিক ব্রাইটনেস ১২৫০ নিটস। এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্র্যাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর, যা ৮ জিবি পর্যন্ত LPDDR5 র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত।
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
Motorola Edge 30 Ultra ফোনটি হলো প্রথম ২০০ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত ফোন। এই ফোনে ব্যবহার করা হয়েছে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের দ্বিতীয় ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরা। এই ফোনের সামনে ব্যবহার করা হয়েছে ৬০ মেগাপিক্সেলের ক্যামেরা। গ্রাহকরা এই ফোনটি পেয়ে যাবে দুটি কালার অপশনে, এর মধ্যে রয়েছে - ইন্টারটেলসেলার ব্ল্যাক এবং স্টারলাইট হোয়াইট।
advertisement
Motorola Edge 30 Ultra ফোনে ব্যবহার করা হইতে ৪৬১০ এমএএইচ ব্যাটারি, যা ১২৫ ডবলু টার্বো পাওয়ার চার্জিং সিস্টেম সাপোর্ট যুক্ত। কানেকটিভিটির জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে 5G, 4G LTE, Wifi, v5.2, GPS/AGPS, NFC, DisplayPort 1.4 এবং USB Type-C।
Location :
First Published :
November 07, 2022 12:54 PM IST