বছরের শেষে লঞ্চ হচ্ছে Moto X40, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সঙ্গে থাকবে পাওয়ারফুল প্রসেসর

Last Updated:

এই Moto X40 ফোনে ব্যবহার করা হতে পারে কোয়ালকমের লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর।

Motorola Moto X40: জনপ্রিয় মোবাইল কোম্পানি মোটোরোলা খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে তাদের নতুন একটি ফোন। রিপোর্ট অনুযায়ী জনপ্রিয় মোবাইল কোম্পানি মোটোরোলা লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফোন Moto X40। জানা গিয়েছে যে Moto X40 ফোন লঞ্চ করা হতে পারে এই বছরের শেষের দিকে। রিপোর্ট অনুযায়ী সবার প্রথমে Moto X40 ফোন লঞ্চ করা হতে পারে চিনে। এরপর মোটোরোলা কোম্পানি তাদের এই প্রিমিয়াম ফোন ভারত সহ বিভিন্ন দেশে লঞ্চ করতে পারে। এর মধ্যেই মোবাইল বিজনেস গ্রুপের জেনারেল ম্যানেজার চেন জিন বিবোতে তাঁর ফলোয়ারদের জিজ্ঞেস করেছেন, তারা এই ফোন থেকে কী চান? এর ফলে ইউজারদের উত্তেজনা অনেকটাই বেড়ে গিয়েছে।
মোটোরোলা চিনে তাদের ফোন থেকে এজ ব্র্যান্ডিং তুলে দিয়েছে। এর ফলে তাদের আগামী ফ্ল্যাগশিপ ফোন Moto X40 হিসাবে লঞ্চ করা হবে। কিন্তু সেই ফোন কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট তারিখের কথা ঘোষণা করা হয়নি। কিন্তু, রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, এই বছরের শেষের দিকেই লঞ্চ করা হতে পারে এই নতুন ফোন। এই Moto X40 ফোনে ব্যবহার করা হতে পারে কোয়ালকমের লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর।
advertisement
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে Moto X40 ফোন -
advertisement
রিপোর্ট অনুযায়ী মোটোরোলা মডেল নম্বর XT2301-5 ফোনের ওপর কাজ করছে। এই ফোন কিছুদিন আগে সার্টিফিকেশন প্ল্যাটফর্ম ৩সিতে দেখা গিয়েছে। এই বছরের শেষের দিকে চিনে এই ফোন, Moto X40 হিসাবে লঞ্চ করা হতে পারে। কিন্তু এই ফোন শুধু চিনের জন্যই এক্সক্লুসিভ থাকবে না। মোটোরোলা Moto X40 ফোন ভারত সহ বিভিন্ন দেশে লঞ্চ করতে চলেছে।। কিন্তু রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে বিভিন্ন দেশে এই ফোনের নাম আলাদা আলাদা হতে পারে। মোটোরোলা তাদের নতুন ফোন ভারতে Moto X40 নামে এবং অন্যান্য দেশে Moto Edge 40 Pro নামে লঞ্চ করতে পারে।
advertisement
Moto X40 এর সম্ভাব্য ফিচার -
এই ফোনে ব্যবহার করা হতে পারে ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে ব্যবহার করা হতে পারে ১৬৫ এইচজেড যুক্ত ওলেড প্যানেল। এই ফোনে ব্যবহার করা হতে পারে ১২ জিবি পর্যন্ত র‍্যাম। এই ফোনে ব্যবহার করা হতে পারে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এই ফোনের পেছনে ৬০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার করা হতে পারে। এছাড়াও এই ফোনে ব্যবহার করা হতে পারে ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। যদিও এই ফোনের সেলফি ক্যামেরা সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বছরের শেষে লঞ্চ হচ্ছে Moto X40, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সঙ্গে থাকবে পাওয়ারফুল প্রসেসর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement