ডিসেম্বরেই বাজারে আসছে Motorola-র নতুন বাজেট ফোন, থাকবে পাওয়ারফুল প্রসেসর
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Motorola-র নতুন স্মার্টফোনের বেশ কিছু ফিচার সম্পর্কে জানা গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক Motorola নতুন ফোনের ফিচার নিয়ে
জনপ্রিয় মোবাইল কোম্পানি Motorola খুব তাড়াতাড়ি লঞ্চ করতে পারে Moto X40 ফোন। এটি একটি বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। জানা গিয়েছে যে এই ফোনে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। সম্প্রতি Moto X40 ফোন মডেল নম্বর XT2301 সহ চিনে ৩সি লিস্টিংয়ে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে Motorola কোম্পানি এই বছরের শেষে বেশ কিছু সস্তার স্মার্টফোন লঞ্চ করতে পারে। এর মধ্যেই জানা গিয়েছে যে Motorola একটি নতুন স্মার্টফোন নিয়ে আসতে পারে, যা হতে চলেছে একটি বাজেট স্মার্টফোন। এটি দেখা গিয়েছে চিনের ৩সি সার্টিফিকেশন ওয়েবসাইটে।
Motorola কোম্পানির নতুন স্মার্টফোন লঞ্চ হওয়ার আগে TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটেও তার ঝলক দেখা গিয়েছে। এর ফলে Motorola-র নতুন স্মার্টফোনের বেশ কিছু ফিচার সম্পর্কে জানা গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক Motorola নতুন ফোনের ফিচার নিয়ে।
advertisement
advertisement
Motorola খুব তাড়াতাড়ি লঞ্চ করতে পারে তাদের বাজেট স্মার্টফোন। এর মধ্যেই এর কয়েকটি ফিচার লিকড হয়ে গিয়েছে। সেই ফিচার অনুযায়ী জানা গিয়েছে যে এটি একটি বাজেট ফোন হতে চলেছে।
ফোনের ফিচার -
লিকড হওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, এই ফোনে ব্যবহার করা হতে পারে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হতে পারে এইচডি প্লাস রেজোলিউশন এবং আইপিএস এলসিডি প্যানেল। কিন্তু এই ফোনের প্রসেসর সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। জানা গিয়েছে যে Motorola কোম্পানি এই ফোনে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ মডেল লঞ্চ করতে পারে।
advertisement
ব্যাটারি -
জানা গিয়েছে যে এই ফোনে ব্যবহার করা হতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি। কিন্তু এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে কি না, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। TENAA লিস্টিং অনুযায়ী Motorola কোম্পানির এই বাজেট ফোনের পেছনে ব্যবহার করা হতে পারে ডুয়াল ক্যামেরা সেটআপ। এর মধ্যে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে ব্যবহার করা হতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
Location :
First Published :
November 29, 2022 5:51 PM IST