Moto Razr 2022: Snapdragon 8+ Gen 1 চিপসেট-সহ লঞ্চ হল Moto Razr 2022, জেনে নিন দাম
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এক নজরে দেখে নিন Moto Razr 2022 স্পেসিফিকেশন ও দাম
Moto Razr 2022: Samsung সম্প্রতি Galaxy Unpacked ইভেন্টের সময় লেটেস্ট ফোল্ডেবল স্মার্টফোন Samsung Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4 লঞ্চ করেছে। ঠিক এর একদিন পরেই Motorola প্রতিপক্ষ হিসেবে Galaxy Z Flip 4, Moto Razr 2022 লঞ্চ করেছে। এ বারে দাম, ফিচার এবং স্পেসিফিকেশনের পরিপ্রেক্ষিতে Motorola Moto Razr 2022-এ কী কী অফার মিলছে তা দেখে নেওয়া যাক এক নজরে।
Moto Razr 2022 আপাতত শুধুমাত্র চিনে লঞ্চ করা হয়েছে। সেখানে স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় অর্থে প্রায় ৭০,৮০০ টাকা। তবে এই সেটটি কবে ভারত-সহ অন্য দেশে লঞ্চ করা হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে স্মার্টফোনটি চিনের বাজারে একচেটিয়া ব্যবসা করবে বলেই আশা করা যাচ্ছে।
Moto Razr 2022: স্পেসিফিকেশন
advertisement
advertisement
Moto Razr 2022-তে Samsung Galaxy Z Fold 4-এর মতোই ক্ল্যামশেলের মতো ফোল্ডিং ফিচার রয়েছে। ফোল্ডেবল ছাড়াও এতে একটি 2.7-ইঞ্চি AMOLED কুইকভিউ ডিসপ্লে রয়েছে। এর সাহায্যে ব্যবহারকারীরা মেইন ডিসপ্লে না খুলেই বিভিন্ন তথ্য অ্যাক্সেস করতে পারবেন। মেইন ডিসপ্লেতে একটি 6.67-ইঞ্চি ফোল্ডেবল POLED প্যানেল রয়েছে, একটি FHD+ রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেটও রয়েছে। এ ছাড়াও Moto Razr 2022-তে থাকছে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট এবং 12GB পর্যন্ত RAM। এর সঙ্গেই রয়েছে 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধে। স্মার্টফোনটিতে 3,300mAh ব্যাটারি রয়েছে যা 33W চার্জিং সাপোর্ট করে।
advertisement
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
অপটিক্সের দিক থেকে বলতে গেলে এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গেই 50-মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার এবং একটি 13-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এছাড়াও এতে 32-মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার ক্যামেরাও রয়েছে।
ফিচার অনুযায়ী দেখতে হলে Moto Razr 2022 এবং Samsung Galaxy Z Flip 4 উভয়ই একে অপরের প্রতিদ্বন্দ্বী। Moto Razr 2022 ভারত ও অন্য দেশে লঞ্চ হলে স্মার্টফোনটি Samsung Galaxy Z Flip 4-কে টেক্কা দেবে বলেই মনে হচ্ছে। যদিও এখনো পর্যন্ত Moto ভারতে আনার বিষয়ে কোম্পানির তরফে কিছু জানানো হয়নি, তবে Samsung-কে টেক্কা দিতে তারা অতি শীঘ্রই বাজারে আসবে বলে মনে হচ্ছে।
Location :
First Published :
August 13, 2022 12:36 PM IST