মাত্র ৮৯৯৯ টাকায় দুর্দান্ত ফিচার-সহ লঞ্চ হল Moto E22s, জেনে নিন ফিচার্স

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক Moto E22S ফোনের দাম এবং ফিচার

Motorola Moto E22s: জনপ্রিয় মোবাইল কোম্পানি মোটোরোলা ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন একটি স্মার্টফোন। খবর অুযায়ী এটি একেবারই বাজেট ফোনের তালিকায় জায়গা করে নিতে চলেছে। Moto E22S নামের এই ফোনটি ভারতে লঞ্চ করা হতে চলেছে এই মাসের শেষের দিকে। ভারতে ৫জি সার্ভিস চালু হয়ে গেলেও এই ফোনটি ৪জি সাপোর্ট যুক্ত। মোটোরোলা কোম্পানির তরফে জানানো হয়েছে যে, এই Moto E22S ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক চিপসেট এবং অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম। এই ফোনের স্টোরেজ মেমোরি বাড়ানো সম্ভব। এই ফোনে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা এবং বিগ ক্যাপাসিটির ব্যাটারি। এক নজরে দেখে নেওয়া যাক Moto E22S ফোনের দাম এবং ফিচার।
Moto E22S ফোনের দাম -
ভারতে এই Moto E22S ফোনের দাম করা হয়েছে ৮,৯৯৯ টাকা। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। ভারতে এই ফোনের বিক্রি শুরু হবে ২২ অক্টোবর থেকে। এক নজরে দেখে নেওয়া যাক এই Moto E22S ফোনের ফিচার।
advertisement
advertisement
জনপ্রিয় মোবাইল কম্পানি মোটোরোলার বাজেট ফোন Moto E22S-তে ব্যবহার করা হয়েছে উন্নত মানের আধুনিক ডিজাইন। ফোনটির দাম সকলের বাজেটের মধ্যে হলেও, এই ফোনে ব্যবহার করা হয়েছে বেশ আধুনিক ডিজাইন। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৯০এইচজেড রিফ্রেশ রেট স্কিন, যা এইচডি প্লাস রেজোলিউশন এবং Widevine L1 সার্টিফিকেশন যুক্ত। অর্থাৎ এই ফোনের মাধ্যমে এইচডি কোয়ালিটির কনটেন্ট দেখা সম্ভব। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫ চিপসেট। এছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। এই ফোনের ইন্টারনাল স্টোরেজ আরও বাড়ানো যেতে পারে।
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
এই Moto E22S ফোনে রয়েছে আইপি৫২ রেটিং, যা জলের বিন্দু থেকে ফোনের স্ক্রিনকে রক্ষা করবে। এছাড়াও এই ফোনের স্ক্রিনে ব্যবহার করা হয়েছে পাঞ্চ হোল কাটআউট। এই ফোনে ব্যবহার করা হয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি শ্যুটার এবং ২ মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও সেলফি তোলার জন্য এই ফোনের সামনে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০ ডবলু চার্জিং স্পিড যুক্ত।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মাত্র ৮৯৯৯ টাকায় দুর্দান্ত ফিচার-সহ লঞ্চ হল Moto E22s, জেনে নিন ফিচার্স
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement