Mothers Day Gift Ideas 2023: মায়ের জন্য উপহার; ২০ হাজারের কম বাজেটে বেছে নিতে পারেন এই দুর্দান্ত স্মার্টফোন
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Mothers Day gift ideas 2023: যাঁদের বাজেট ২০ হাজার টাকা পর্যন্ত তাঁরা মায়ের জন্য বেছে নিতে পারেন দুর্দান্ত কিছু স্মার্টফোন। রইল তালিকা
হাতে আর মাত্র কয়েকটা দিন। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার ‘মাদার্স ডে’ পালিত হয় সারা বিশ্বে। সেই অনুযায়ী ২০২৩ সালে দিনটি পালিত হবে আগামী ১৪ মে। মায়ের প্রতি ভালবাসা দেখানোর জন্য একটি দিন যথেষ্ট নয়। তবু এই দিনটির বিশেষ উদযাপন মাকে দিতে পারে আনন্দ। এই দিনে মায়ের জন্য কোনও বিশেষ উপহার দিনকে আরও একটু বিশেষ করে তুলতে পারে।
যাঁদের বাজেট ২০ হাজার টাকা পর্যন্ত তাঁরা মায়ের জন্য বেছে নিতে পারেন দুর্দান্ত কিছু স্মার্টফোন। রইল তালিকা—
Samsung Galaxy F23 5G:
বাজারের সেরা স্মার্টফোন সংস্থার একটি হল Samsung। তাদের সম্ভারে ২০ হাজারের নিচেও রয়েছে 5G ফোন। এই ফোনটি Qualcomm Snapdragon 750G প্রসেসর দ্বারা চালিত। এতে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৬জিবি পর্যন্ত RAM, ৫০০০mAh ব্যাটারি।
advertisement
advertisement
এক সময় Xiaomi ফ্ল্যাগশিপ কিলার লাইন-আপ হিসেবে বাজারে এনেছিল Poco সিরিজটি। কিন্তু এখন এটি সংস্থার বাজেট ও মিড-রেঞ্জ সেগমেন্টে পরিণত হয়েছে। Poco M4 Pro 5G ফোনটিতে রয়েছে ৬জিবি RAM। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G96, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা-সহ ট্রিপল ক্যামেরা সেট-আপ।
advertisement
এটি সংস্থার 10Pro সিরিজের অন্যতম সেরা সংযোজন। ৬.৭ ইঞ্চি FHD+AMOLED ডিসপ্লে, Qualcomm Snapdragon 695 5G প্রসেসর, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর-সহ ক্যামেরা সেট-আপ এবং একটি ৫০০০mAh ব্যাটারি রয়েছে এতে।
advertisement
Motorola G62 5G:
এই ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর, ৮ জিবি পর্যন্ত RAM, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা-সহ ট্রিপল ক্যামেরা সেট-আপ।
iQOO Z6 Lite:
এই ফোনটি Qualcomm Sanpdragon 695 5G দ্বারা চালিত। এতে রয়েছে ৬জিবি পর্যন্ত RAM, ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ, ৬.৫৮ ইঞ্চি FHD ডিসপ্লে এবং ১২০Hz রিফ্রেশ রেট। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরায় রয়েছে বিশেষ আই অটোফোকাস ফিচার। ৫০০০mAh ব্যাটারিটি ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2023 3:24 PM IST