বাজারে এল Micromax In Note 1, জেনে নিন ফিচারগুলি!

Last Updated:

Flipkart ও Micromax-এর ওয়েবসাইটে ইতিমধ্যেই এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। বিক্রি শুরু হবে ২৪ নভেম্বর থেকে। কিন্তু সেলে কী কী অফার থাকছে, তা এখনও জানা যায়নি।

দেশীয় ফোনের বাজারে একটা সময় তুমুল জনপ্রিয় ছিল এই ফোনপ্রস্তুতকারী সংস্থা। তবে চিনা ফোনপ্রস্তুতকারী সংস্থাগুলি অর্থাৎ Oppo, Vivo, Xiaomi-র ভিড়ে ধীরে ধীরে সেই জনপ্রিয়তা হ্রাস পেতে শুরু করে। দীর্ঘদিনের খরা কাটিয়ে আবার বাজারে ফিরল Micromax। গতকালই এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে লঞ্চ করেছে In Series-এর Micromax In Note 1 ও Micromax In 1b ফোন। কেমন দেখতে হয়েছে এই Micromax In Note 1 ফোন? কী কী ফিচার রয়েছে এই ফোনে? জেনে নেওয়া যাক।
সাদা ও সবুজ রঙ এবং দু'ধরনের স্টোরেজ অপশনে পাওয়া যাবে Micromax In Note 1। এ ক্ষেত্রে Micromax In Note 1 (৪ GB RAM+ 64 GB) ফোনের দাম ১০,৯৯৯ টাকা ও (৪ GB RAM+ ১২৮ GB)-এর দাম হবে ১২,৪৯৯ টাকা। Flipkart ও Micromax-এর ওয়েবসাইটে ইতিমধ্যেই এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। বিক্রি শুরু হবে ২৪ নভেম্বর থেকে। কিন্তু সেলে কী কী অফার থাকছে, তা এখনও জানা যায়নি।
advertisement
Micromax In Note 1 ফোনের ডিসপ্লে ৬.৬৭ ইঞ্চি। এর প্রসেসর MediaTek Helio G85। এই ফোনের স্টোরেজ অপশনও মন্দ নয়। ৪ GB ব়্যামের পাশাপাশি ১২৮ GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ পাওয়া যাচ্ছে। ফোনের কোয়াড রেয়ার ক্যামেরা আপনার নজর কাড়তে পারে। এতে থাকছে ৪৮ মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫ মেগা পিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ম্যাক্রো শটের জন্য দু'টি ২ মেগাপিক্সেল ক্যামেরা। অন্যান্য মোডের সঙ্গে পিছনের ক্যামেরায় নাইট মোডও থাকছে। ফোনের ১৬ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরাও মন্দ নয়।
advertisement
advertisement
Micromax In Note 1-এর ব্যাটারি ব্যাকআপ নিয়েও খুব একটা ভাবতে হবে না আপনাকে। এই ফোনে থাকছে ৫০০০mAh ব্যাটারি। ফোনের ব্যবহারের উপর নির্ভর করে কমপক্ষে ২ দিন পর্যন্ত চার্জ থাকতে পারে। রিভার্স চার্জিংয়ের পাশাপাশি ফাস্ট চার্জিংও সাপোর্ট করে এই ব্যাটারি। ফোনের বাক্সে থাকছে ১৮ W পাওয়ার অ্যাডাপটারও। কানেক্টিভিটি অপশনের ক্ষেত্রেও হতাশ হবেন না। থাকছে ব্লুটুথ, ডুয়াল ব্যান্ড Wi-Fi। এর পাশাপাশি বায়োমেট্রিক সিকিউরিটির জন্যও থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
advertisement
টেকবিশেষজ্ঞরা জানাচ্ছেন, একই বাজেটের মধ্যে Xiaomi, Realme, Oppo ও Vivo-র ফোনগুলিকে টেক্কা দিতে পারে নতুন এই Micromax In Note 1 ফোন। অন্য দিকে সংস্থা সূত্রে খবর, আত্মনির্ভর ভারত অভিযানের লক্ষ্যকে আরও সুদৃঢ় করতেই এই পদক্ষেপ।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বাজারে এল Micromax In Note 1, জেনে নিন ফিচারগুলি!
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement