ধামাকা অফার! ৮ হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Xiaomi-র এই প্রিমিয়াম 5G স্মার্টফোন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
শাওমি (Xiaomi) প্রিমিয়াম সিরিজ Mi 11X -এর স্মার্টফোন Mi 11X 5G উপর রয়েছে বিশাল ডিসকাউন্ট
Mi 11X 5G: আপনি কি শাওমি (Xiaomi)-র ফ্যান? আর ভাল কোন প্রিমিয়াম ফোন কেনার প্ল্যান করছেন, তাহলে আপার জন্য রয়েছে সুখবর। Mi.com ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, শাওমি (Xiaomi) প্রিমিয়াম সিরিজ Mi 11X -এর স্মার্টফোন Mi 11X 5G উপর রয়েছে বিশাল ডিসকাউন্ট। বর্তমানে এই ফোনটি আপনি পেয়ে যাবেন ৩৩,৯৯৯ টাকার বদলে ২৫,৯৯৯ টাকাতে। এছাড়াও পুরনো ফোন এক্সচেঞ্জ করে Mi 11X 5G ফোনটি কিনলে পেয়ে যাবেন অতিরিক্ত ৫০০০ টাকার ছাড়। শুধু এটাই নয়, গ্রাহকরা ফোনটি কেনার সময় যদি SBI -এর কার্ড ব্যবহার করেন তাহলে পেয়ে পাবেন আরও ২০০০ টাকার ছাড়।
Mi 11X এর স্পেসিফিকেশন - এমআই ১১এক্স ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) E4 AMOLED ট্রু টোন ডিসপ্লে, সঙ্গে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশনের জন্য। ফোন HDR10+ সাপোর্টও রয়েছে। এমআই ১১এক্স ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২ কাস্টম ওএস-এ চলে।
advertisement
আরও পড়ুন - Reliance JioFiber| দারুণ অফার ! জানুন JioFiber পোস্টপেইড ব্রডব্যান্ড প্ল্যানের বিষয়ে বিশদে!
advertisement
এই ফোনের ব্যবহার ভিতরে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। সঙ্গে আছে এড্রনো ৬৫০ জিপিইউ। ভারতের দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে - ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।
advertisement

Mi 11X এর ক্যামেরা - ফটোগ্রাফির জন্য Mi 11X ফোনের পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল OIS সাপোর্ট সহ ৪৮ মেগাপিক্সেল Sony IMX582 প্রাইমারি সেন্সর (এফ/১.৭৯), ৫০মিমি ফোকাল লেন্থ সহ ৫ মেগাপিক্সেল টেলিফোটো ম্যাক্রো ক্যামেরা, ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। আর সেলফি ও ভিডিও কলের রয়েছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা।
advertisement
আর পাওয়ারের জন্য এতে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫২০ এমএএইচ ব্যাটারি। ফোনটি তিনটি কালারে এসেছে- কসমিক ব্ল্যাক, ফ্রস্টি হোয়াইট ও সেলেস্টিয়াল সিলভার।
Location :
First Published :
September 13, 2021 1:32 PM IST