ফোন হারিয়ে গিয়েছে? দেখে নিন Google Pay, PhonePe-র মতো মানি ট্রান্সফার অ্যাপ ব্লক করার উপায়

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক Paytm, Google Pay এবং PhonePe অ্যাকাউন্ট ব্লক করার উপায়।

How to Block Paytm Google Pay Phone Pe accounts: বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ধরনের ডিজিটাল মানি ট্রান্সফার অ্যাপ। এর মাধ্যমে ঘরে বসেই টাকা লেনদেন করা যায়। ইউপিআই-এর (UPI) মাধ্যমে খুব সহজেই অনলাইনে টাকা ট্রান্সফার করা যায় এই ধরনের অ্যাপের মাধ্যমে। কিন্তু ফোন হারিয়ে গেলে এই ধরনের অ্যাপের মাধ্যমে সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ নিজেদের ব্যাঙ্কের সঙ্গে যেহেতু এগুলো যুক্ত করা রয়েছে তাই ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। কিন্তু নিজেদের ফোন হারিয়ে গেলে এই ধরনের ডিজিটাল মানি ট্রান্সফার অ্যাপ খুব সহজেই ব্লক করা যায়। এক নজরে দেখে নেওয়া যাক Paytm, Google Pay এবং PhonePe অ্যাকাউন্ট ব্লক করার উপায়।
Paytm অ্যাকাউন্ট টেম্পোরারি ব্লক করার উপায় (How to block Paytm account)-
স্টেপ ১ - প্রথমেই নিজেদের ফোন হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কল করতে হবে ০১২০৪৪৫৬৪৫৬ নম্বরে।
advertisement
স্টেপ ২ - এরপর সেই নিয়ম মানতে হবে এবং ফোন হারিয়ে যাওয়ার অপশন সিলেক্ট করতে হবে।
advertisement
স্টেপ ৩ - এরপর সেই অপশন বেছে নিজেদের হারিয়ে যাওয়া ফোন নম্বর এন্টার করতে হবে।
স্টেপ ৪ - এরপর Paytm ওয়েবসাইটের ওপরে থাকে লগ আউট অপশন সিলেক্ট করে সমস্ত ডিভাইস থেকে লগ আউট করতে হবে।
স্টেপ ৫ - এরপর ২৪ ঘণ্টার হেল্পলাইন সিলেক্ট করে রিপোর্ট এ ফ্রড অপশনে ক্লিক করতে হবে।
advertisement
স্টেপ ৬ - এরপর যে কোনও একটি ইস্যু বেছে নিয়ে মেসেজ বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ ৭ - এরপর নিজেদের Paytm অ্যাকাউন্টের যে কোনও একটি প্রমাণ সাবমিট করতে হবে। নিজেদের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের স্টেটমেন্ট, Paytm অ্যাকাউন্ট ট্রানজাশন, ইমেল, ফোন নম্বরের প্রমাণ, পুলিশে দায়ের করা অভিযোগ পত্র ইত্যাদি যে কোনও তথ্যের একটি সাবমিট করতে হবে।
advertisement
স্টেপ ৮ - এরপর সমস্ত তথ্য যাচাই করে Paytm-এর তরফে ব্লক করে দেওয়া হবে সেই অ্যাকাউন্ট এবং রেজিস্টার করা ফোন নম্বরে মেসেজ পাঠিয়ে সেটি জানিয়ে দেওয়া হবে।
Google Pay অ্যাকাউন্ট টেম্পোরারি ব্লক করার উপায় (How to block Google pay account) -
স্টেপ ১ - প্রথমেই কল করতে হবে ১৮০০৪১৯০১৫৭ নম্বরে এবং বেছে নিতে হবে সঠিক অপশন এবং সঠিক ইস্যু।
advertisement
স্টেপ ২ - এরপর সেই ফোনে বলা নির্দিষ্ট উপায় অবলম্বন করে ব্লক করে দেওয়া যাবে নিজেদের Google Pay অ্যাকাউন্ট।
PhonePe অ্যাকাউন্ট টেম্পোরারি ব্লক করার উপায় (How to block PhonePe account) -
স্টেপ ১ - প্রথমেই কল করতে হবে ০৮০৬৮৭২৩৭৪ অথবা ০২২৬৮৭২৭৩৭৪ নম্বরে এবং বেছে নিতে হবে সঠিক অপশন এবং সঠিক ইস্যু।
advertisement
স্টেপ ২ - এরপর সেই ফোনে বলা নির্দিষ্ট উপায় অবলম্বন করে ব্লক করে দেওয়া যাবে নিজেদের PhonePe অ্যাকাউন্ট।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফোন হারিয়ে গিয়েছে? দেখে নিন Google Pay, PhonePe-র মতো মানি ট্রান্সফার অ্যাপ ব্লক করার উপায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement