এবার বুকিং ছাড়াই দোকানে মিলবে জিও ফোন, সঙ্গে থাকছে একগুচ্ছ ‘হ্যাপি নিউ ইয়ার’ অফার
Last Updated:
আম আদমির আরও নাগালে জিও ফোন। আগেভাগে বুকিং করে ফোন পাওয়ার জন্যে অপেক্ষার দিন শেষ।
#মুম্বই: আম আদমির আরও নাগালে জিও ফোন। আগেভাগে বুকিং করে ফোন পাওয়ার জন্যে অপেক্ষার দিন শেষ। দেশের সব জিও স্টোর ছাড়াও প্রত্যন্ত গ্রামে ছোটখাট দোকানেও মিলবে জিও স্মার্টফোন। স্মার্টফোনে থাকবে জিও টিভি, জিও মানি ও জিও স্টোরের সুবিধা। আনমিলিটেড ফোন ছাড়াও ইন্টারনেট, ভিডিও কলিংয়ের সুবিধেও থাকছে।
এখন থেকে দেশের যে কোনও প্রান্তে, চাইলেই হাতে পাওয়া যাবে জিও ফোন। বুকিং করে অপেক্ষাও করতে হবে না। কোনও রেজিস্ট্রেশনেরও প্রয়োজন নেই। দোকানে গেলেই মাত্র ১৫০০ টাকার বিনিময়ে মিলছে জিও ফোন। দেশজোড়া বিপুল চাহিদা সামাল দিয়েই আরও বেশি করে ফোন আম আদমির হাতে তুলে দিচ্ছে রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ।
প্রথম পর্যায়ের সব জিও ফোন শেষ। দ্বিতীয় পর্যায়ে নতুন চেহারায় বাজারে এসেছে জিও ফোন। যোগ হয়েছে নতুন ফিচার। প্রায় বিনামূল্যেই স্মার্টফোন গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে রিলায়েন্স। থাকছে একাধিক চমকপ্রদ ফিচার।
advertisement
advertisement
জিও ফোনে জিও টিভি, জিও মানির মতো ফিচার
সিনেমা, সিরিয়াল দেখা ও টাকা পাঠানোর সুবিধা
প্রত্যন্ত গ্রামাঞ্চলে মুদির দোকান থেকেও ফোন কেনা যাচ্ছে
ফোন হাতে পেতে দিতে হবে ১৫০০ টাকা
৩ বছর পর ফোন ফেরৎ দিলে টাকা ফেরৎ পাবেন গ্রাহক
টিভি বা ডিটিএইচ ছাড়াই টিভির অনুষ্ঠান দেখা যাবে
প্রত্যন্ত গ্রামেও ৪জি-র মাধ্যমে দ্রুতগতির নেট পরিষেবা
advertisement
দূরে থাকা আত্মীয়দের সঙ্গে ভিডিও কলিংয়ের সুবিধা
জিও ফোনের হাত ধরে জীবন পরিবর্তনের স্বপ্ন দেখছে আম-আদমি।
হ্যাপি নিউ ইয়ার অফারে আর একগুচ্ছ উপহার দিচ্ছে জিও।
বর্তমান গ্রাহকরা ৫০ শতাংশ বেশি ডেটা বা ৫০ টাকা ছাড়ের সুযোগ পাবেন
এর ফলে মাত্র ১৪৯ টাকায় প্রতিদিন ১ জিবি ডেটা মিলবে জিও-তে
৩৯৯ টাকার প্ল্যানে মিলবে ২০ শতাংশ বাড়তি ডেটা
advertisement
৭০ দিনের বদলে ৮৪ দিন ধরে প্যাক ব্যবহার করা যাবে
মাত্র ৪ টাকায় ১ জিবি ফোরজি ডেটা ব্যবহারের সুযোগ
প্রথম পর্যায়ে ৬০ লক্ষ ফোন বিক্রি দেশের মধ্যে সর্বকালীন রেকর্ড। প্রথম পর্যায়ে ফোন পেয়েছিলেন বুকিং করা ক্রেতারাই। এখন সবাই পারেন সেই সুবিধা নিতে। তাই খূব শীঘ্রই এক কোটি গ্রাহকের অবিশ্বাস্য রেকর্ড ছুঁতে চলেছে জিও ফোন।
Location :
First Published :
January 06, 2018 10:43 AM IST