জিও-র হাত ধরে এবার নেবেন নাকি ডুয়াল সিমের আইফোন, মিলছে দারুণ অফার

Last Updated:
#নয়াদিল্লি: পৃথিবীর সবচেয়ে বড় মোবাইল ডেটা নেটওয়ার্ক আইফোনের জন্য দারুণ এক অফার নিয়ে এল ৷ জিও সারা বছরের বিভিন্ন সময়েই গ্রাহকদের জন্য বিভিন্ন অফার নিয়ে আসে ৷
আইফোনের সর্বাধুনিক মডেলের সঙ্গে কম্বো অফার নিয়ে এল জিও ৷ বাজারে আসার আগেই জিও গ্রাহকরা প্রি অর্ডার করতে পারেন আইফোন XS ও আইফোন XS Max মডেল ৷ ২১ সেপ্টেম্বর থেকেই গ্রাহকদের এই বিশেষ সুযোগ দিচ্ছে জিও ৷
আইফোনের এই দুটি মডেল সর্বাধুনিক মডেল ৷ স্মার্টফোনকে এক অন্য লেভেলে পৌঁছে দেবে এই দুটি ফোন ৷ এই দুটি ফোনেই থাকছে ডুয়াল সিম ৷ একটি স্লটে থাকবে ন্যানো সিম, অন্য স্লটে থাকবে ডিজিটাল ই সিম ৷ ৫.৮ ইঞ্চির ডিসপ্লের সঙ্গে থাকবে ৬.৫ ইঞ্চির দারুণ রেটিনা ডিসপ্লে ৷ থাকবে দারুণ ব্রাইটনেস ও হাইডেফিনেশন রেজিলিউশন ছবি দেখাবে সাধারণ ফোনের চেয়ে ৬০ শতাংশ বেশি পরিষ্কার ৷
advertisement
advertisement
থাকছে দারুণ ডুয়াল ক্যামেরা ৷ স্টিল ও ভিডিওতে ব্রেকথ্রু এনে দেবে এই ক্যামেরা ৷ ব্যবহারাকারীর মুখই হবে লক খোলার উপায় ৷ জল নিরোধক এবং স্মার্টফোনে সবচেয়ে শক্তিশালী স্ক্রিন নিয়ে বাজারে আসছে এই ফোন ৷
advertisement
এই ফোনের অনলাইনে অর্ডার দিতে হলে আসতে হবে www.jio.com, সেখান থেকে  ছাড়াও এই ফোন পাওয়া যাবে রিলায়েন্স ডিজিটাল, মাই জিও স্টোরস এমনকি অর্ডার দেওয়া যাবে মাই জিও অ্যাপ থেকেও ৷ তবে স্টোর থেকে নিতে গেলে এর জন্য ২৮ সেপ্টেম্বর অবধি অপেক্ষা করতে হবে ৷
ভারতীয় মোবাইল নেটওয়ার্কের বাজারে জিও বিপ্লব করেছে ৷ জিও -র গ্রাহক সংখ্যা ২২৭ মিলিয়ন ৷ সারা ভারতে জিওয-র প্রতি মাসে ডেটা ব্যবহার হয় ২৪৮ কোটি জিবি ৷
advertisement
জিও-র অ্যাডভান্স প্রযুক্তি, হাইস্পিড ডেটা, ফ্রি হাইডেফিনেশন ভয়েস ও প্রিমিয়াম কনন্টেন্টর সঙ্গে আইফোনের নয়া মডেল নিঃসন্দেহে দুর্দান্ত কম্বো হতে চলেছে ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জিও-র হাত ধরে এবার নেবেন নাকি ডুয়াল সিমের আইফোন, মিলছে দারুণ অফার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement