জিও-র হাত ধরে এবার নেবেন নাকি ডুয়াল সিমের আইফোন, মিলছে দারুণ অফার

Last Updated:
#নয়াদিল্লি: পৃথিবীর সবচেয়ে বড় মোবাইল ডেটা নেটওয়ার্ক আইফোনের জন্য দারুণ এক অফার নিয়ে এল ৷ জিও সারা বছরের বিভিন্ন সময়েই গ্রাহকদের জন্য বিভিন্ন অফার নিয়ে আসে ৷
আইফোনের সর্বাধুনিক মডেলের সঙ্গে কম্বো অফার নিয়ে এল জিও ৷ বাজারে আসার আগেই জিও গ্রাহকরা প্রি অর্ডার করতে পারেন আইফোন XS ও আইফোন XS Max মডেল ৷ ২১ সেপ্টেম্বর থেকেই গ্রাহকদের এই বিশেষ সুযোগ দিচ্ছে জিও ৷
আইফোনের এই দুটি মডেল সর্বাধুনিক মডেল ৷ স্মার্টফোনকে এক অন্য লেভেলে পৌঁছে দেবে এই দুটি ফোন ৷ এই দুটি ফোনেই থাকছে ডুয়াল সিম ৷ একটি স্লটে থাকবে ন্যানো সিম, অন্য স্লটে থাকবে ডিজিটাল ই সিম ৷ ৫.৮ ইঞ্চির ডিসপ্লের সঙ্গে থাকবে ৬.৫ ইঞ্চির দারুণ রেটিনা ডিসপ্লে ৷ থাকবে দারুণ ব্রাইটনেস ও হাইডেফিনেশন রেজিলিউশন ছবি দেখাবে সাধারণ ফোনের চেয়ে ৬০ শতাংশ বেশি পরিষ্কার ৷
advertisement
advertisement
থাকছে দারুণ ডুয়াল ক্যামেরা ৷ স্টিল ও ভিডিওতে ব্রেকথ্রু এনে দেবে এই ক্যামেরা ৷ ব্যবহারাকারীর মুখই হবে লক খোলার উপায় ৷ জল নিরোধক এবং স্মার্টফোনে সবচেয়ে শক্তিশালী স্ক্রিন নিয়ে বাজারে আসছে এই ফোন ৷
advertisement
এই ফোনের অনলাইনে অর্ডার দিতে হলে আসতে হবে www.jio.com, সেখান থেকে  ছাড়াও এই ফোন পাওয়া যাবে রিলায়েন্স ডিজিটাল, মাই জিও স্টোরস এমনকি অর্ডার দেওয়া যাবে মাই জিও অ্যাপ থেকেও ৷ তবে স্টোর থেকে নিতে গেলে এর জন্য ২৮ সেপ্টেম্বর অবধি অপেক্ষা করতে হবে ৷
ভারতীয় মোবাইল নেটওয়ার্কের বাজারে জিও বিপ্লব করেছে ৷ জিও -র গ্রাহক সংখ্যা ২২৭ মিলিয়ন ৷ সারা ভারতে জিওয-র প্রতি মাসে ডেটা ব্যবহার হয় ২৪৮ কোটি জিবি ৷
advertisement
জিও-র অ্যাডভান্স প্রযুক্তি, হাইস্পিড ডেটা, ফ্রি হাইডেফিনেশন ভয়েস ও প্রিমিয়াম কনন্টেন্টর সঙ্গে আইফোনের নয়া মডেল নিঃসন্দেহে দুর্দান্ত কম্বো হতে চলেছে ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জিও-র হাত ধরে এবার নেবেন নাকি ডুয়াল সিমের আইফোন, মিলছে দারুণ অফার
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement