অ্যামাজন না ফ্লিপকার্ট! iPhone 14-এ কোথায় কত ছাড়, জেনে নিন বিস্তারিত

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক কোন প্ল্যাটফর্মে iPhone 14 ফোন সবচেয়ে সস্তায় পাওয়া যাবে।

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জনপ্রিয় কোম্পানি অ্যাপল এই বছর iPhone 15 লঞ্চ করতে চলেছে। iPhone 15 লঞ্চ করার আগে, অ্যাপলের লঞ্চ করা সর্বশেষ মডেল অর্থাৎ iPhone 14-এর উপরে আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে। iPhone 14 ফোনের মডেলে বিভিন্ন প্ল্যাটফর্মে ভাল অফার দেওয়া হচ্ছে। iPhone 14 ফোনের বেস ভ্যারিয়েন্টের (১২৮ GB স্টোরেজ) অফিসিয়াল মূল্য হল ৭৯,৯০০ টাকা। কিন্তু অফার সহ গ্রাহকরা iPhone 14 ফোন সস্তায় কিনতে পারবেন। এক নজরে দেখে নেওয়া যাক কোন প্ল্যাটফর্মে iPhone 14 ফোন সবচেয়ে সস্তায় পাওয়া যাবে।
বিজয় সেলসে iPhone 14 ফোনটি ৭০,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। এর সঙ্গে HDFC ব্যাঙ্কের গ্রাহকরা ফোনে ৪,০০০ টাকার ফ্ল্যাট ছাড় পেতে পারে। এর ফলে ফোনটির কার্যকরী দাম হবে ৬৬,৯৯৯ টাকা। গ্রাহকরা এই ফোনে আরও কিছু ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা নিতে পারেন।
আরও পড়ুন – এই ৫টি সুপার কুল গ্যাজেট আছে? আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে গরম
Amazon-এর কথা বললে, এখানে এই ফোনটি ৭১,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। এর সঙ্গে HDFC ব্যাঙ্কের গ্রাহকরা iPhone 14 ফোনে ৪,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্টও পেতে পারেন। এই ক্ষেত্রে, iPhone 14 ফোনটির কার্যকরী মূল্য হবে ৬৭,৯৯৯ টাকা। এছাড়াও iPhone 14-র উপরে আরও ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে।
advertisement
advertisement
জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ iPhone 14-র উপরে বিভিন্ন ধরনের অফার পাওয়া যাচ্ছে। iPhone 14 ফোনটি এখানে ৬৯,৯৯৯ টাকার (লাল রঙের ভ্যারিয়েন্ট) প্রাথমিক মূল্যে পাওয়া যাচ্ছে। এর সঙ্গে, HDFC ব্যাঙ্কের গ্রাহকরা ৪,০০০ টাকার ফ্ল্যাট ছাড়ও পেতে পারেন। এর ফলে iPhone 14 ফোনটির দাম হয়েছে ৬৫,৯৯৯ টাকা।
আরও পড়ুন – এই ৫টি সুপার কুল গ্যাজেট আছে? আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে গরম
অন্য দিকে, ক্রোমার কথা বলতে গেলে, iPhone 14 প্রাথমিক মূল্যে অর্থাৎ ৭১,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। এর সঙ্গে, HDFC ব্যাঙ্কের গ্রাহকরা ৪,০০০ টাকার ফ্ল্যাট ছাড়ও পেতে পারেন। এর ফলে ফোনটির দাম হবে ৬৭,৯৯৯ টাকা।
advertisement
এমন পরিস্থিতিতে, আমরা যদি iPhone 14-র সমস্ত অফার দেখি, তাহলে সবচেয়ে ভাল অফার ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে বলতেই হয়। কেউ যদি নিজেদের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করতে চান, তাহলে তিনি আরও বেশি ছাড় পেতে পারেন। বিশেষ বিষয় হল কেউ যদি শুধুমাত্র আইফোন এক্সচেঞ্জ করেন, তাহলে তাঁর ক্ষেত্রে ছাড়ের টাকার অঙ্কটাও দাঁড়াবে বেশ বড় রকমেরই।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
অ্যামাজন না ফ্লিপকার্ট! iPhone 14-এ কোথায় কত ছাড়, জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement