Infinix Hot 12 Review: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সঙ্গে শক্তিশালী ব্যাটারি, দেখে নিন এন্ট্রি লেভেল ফোনটির বিশদে

Last Updated:

২৩ আগস্ট থেকে ই-কর্মাস সাইট Flipkart এর মাধ্যমে ফোনটি কেনা যাবে।

Infinix Hot 12 Review: ভারতে লঞ্চ করা হয়েছে Infinix Hot 12 স্মার্টফোন। এটি হল Infinix-এর এন্ট্রি-লেভেল সেগমেন্টের নতুন স্মার্টফোন। Infinix Hot 12 ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে, ৭ জিবি RAM এবং ৬০০০ mAh ব্যাটারি। Infinix Hot 12 ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৭ চিপ (MediaTek Helio G37)। দাম ১০,০০০ টাকার কম। সুতরাং ভারতের বাজারে Tecno, Xiaomi, Realme, Poco এবং Samsung-এর ১০,০০০ টাকার নীচের ফোনের সঙ্গে এর প্রতিযোগিতা হতে চলেছে।
Infinix Hot 12 ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনে একটি ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং একটি পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। Infinix কোম্পানি এই ফোনের একটি সিঙ্গেল ভ্যারিয়েন্ট পেশ করেছে। Infinix Hot 12 ফোনটি চারটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। এক নজরে দেখে নিন Infinix Hot 12 ফোনের সমস্ত খুঁটিনাটি।
advertisement
advertisement
Infinix Hot 12 ফোনের ৪জিবি RAM ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। তবে এটি সীমিত সময়ের জন্য ৯,৪৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে দেওয়া হচ্ছে। Infinix Hot 12 ফোন চারটি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে। সেগুলি হল বেগুনি, নীল, কালো এবং সিয়ান। Infinix Hot 12 ফোন ফ্লিপকার্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।
advertisement
স্পেসিফিকেশন -
Infinix Hot 12 ফোনের প্লাস্টিক বডি। ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে মিলবে এই ফোন। এত রয়েছে একটি আইপিএস এলসিডি (IPS LCD) ডিসপ্লে এবং এর রিফ্রেশ রেট ৯০ এইচ (90H)। Infinix Hot 12 ফোনে রয়েছে ১৮০ এইচজেড (180Hz) টাচ স্যাম্পলিং রেট, ৪৬০ নিটস ব্রাইটনেস এবং ৯০.৬৬ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও।
advertisement
Infinix Hot 12 ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং এআই ক্যামেরাও রয়েছে। এ ছাড়াও সেলফি এবং ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে একটি ৪ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। ফোনটিতে পিছনের ক্যামেরা-সহ একটি কোয়াড এলইডি ফ্ল্যাশ এবং ফ্রন্ট শুটারের সঙ্গে ডুয়াল এলইডি ফ্ল্যাশ রয়েছে।
advertisement
ব্যাটারি -
Infinix Hot 12 ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৭ চিপ (MediaTek Helio G37)। রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি যা ১৮ ডাবলু ফাস্ট চার্জ যুক্ত। অতিরিক্ত স্টোরেজের জন্য এটিতে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে। নিরাপত্তার জন্য এটিতে একটি পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে যুক্ত।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Infinix Hot 12 Review: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সঙ্গে শক্তিশালী ব্যাটারি, দেখে নিন এন্ট্রি লেভেল ফোনটির বিশদে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement