iPhone-এ ৫জি পরিষেবা এখনও ব্যবহার করেননি? এই সহজ ধাপগুলি অনুসরণ করলেই কেল্লা ফতে
- Published by:Ananya Chakraborty
Last Updated:
অ্যাপল আইফোন ব্যবহারকারীরা যাতে নিজেদের ফোনে ৫জি পরিষেবা ব্যবহার করতে পারেন, তার জন্যই রইল কিছু সহজ টিপস
দেশের বিভিন্ন জায়গায় চালু হয়েছে ৫জি পরিষেবা। ধীরে ধীরে তা আরও অন্যান্য স্থানে প্রসার ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ধরা যাক, কেউ এক জন এমন জায়গায় রয়েছেন, যেখানে ৫জি পরিষেবা চালু হয়েছে। অথচ তিনি সেটি ব্যবহার করতে পারছেন না। তা-হলে কী-ভাবে এই উন্নত পরিষেবা ব্যবহার করা যায়? তবে বলে রাখা ভাল যে, আজকের এই প্রতিবেদন কিন্তু আইফোন ব্যবহারকারীদের জন্য। অর্থাৎ অ্যাপল আইফোন ব্যবহারকারীরা যাতে নিজেদের ফোনে ৫জি পরিষেবা ব্যবহার করতে পারেন, তার জন্যই রইল কিছু সহজ টিপস।
● প্রথমে নিজের আইফোনটিকে পরীক্ষা করে নিতে হবে। অর্থাৎ ব্যবহারকারীর কাছে থাকা আইফোনটি ৫জি এনেবল কি না, সেটা দেখে নিতে হবে। তবে এটা বলে নেওয়া ভাল যে, এখনও পর্যন্ত কিন্তু বহু এলাকায় এই পরিষেবা চালু হয়নি। ফলে ৫জি এনেবল ডিভাইস থাকলেও ওই সব এলাকার ব্যবহারকারীরা ৫জি পরিষেবা ব্যবহার করতে পারবেন না।
advertisement
● তা-হলে বোঝাই যাচ্ছে যে, ৫জি এনেবল ডিভাইস এবং ৫জি পরিষেবা প্রদান করা হচ্ছে, এমন স্থানে থাকা ব্যবহারকারীরা এই পরিষেবা ব্যবহার করতে সক্ষম হবেন। এর জন্য গ্রাহককে শুধুমাত্র ৫জি প্ল্যান রিচার্জ করতে হবে।
advertisement
● আর নিজের আইফোনে এটি ব্যবহার করার জন্য প্রথমেই iPhone-এর সেটিংসে যেতে হবে। এর পর সেখান থেকে বেছে নিতে হবে Mobile Data। এখানে চলে এলেই পাওয়া যাবে Mobile Data Options। এর পর বেছে নিতে হবে Voice & Data। এখান থেকেই দু’টি ৫জি ডেটা মোড পাওয়া যাবে - 5G On এবং 5G Auto। এর মধ্যে থেকে যে কোনও একটা বেছে নিলেই হল।
advertisement
● সমস্ত ধাপ অনুসরণ করার পরেও যদি ৫জি পরিষেবা ব্যবহারকারীর আইফোনে না-আসে, তা-হলে ফোনটি আপডেট করা রয়েছে কি না, তা পরীক্ষা করে নিতে হবে। অর্থাৎ ব্যবহারকারীর আইফোনে iOS-এর সর্বশেষ সংস্করণটি আপডেট করা কি না, সেটা দেখতে হবে। যদি তা না-থাকে, তা-হলে ফোন আপডেট করার পর এতে ৫জি পরিষেবা চালু হয়ে যাবে।
advertisement
কোন কোন আইফোনে ৫জি পরিষেবা পাওয়া যাবে?
আইফোন ১২-তে প্রথম ৫জি পরিষেবা চালু করেছিল অ্যাপল। ফলে এর পরবর্তী সমস্ত মডেলগুলিতেও ৫জি পরিষেবা পাওয়া যায়। এই তালিকায় রয়েছে আইফোন ১২ মিনি, আইফোন ১২, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন এসই ৩, আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2023 3:30 PM IST