সাবধান! চুরি যাবে মানুষের ডেটা; হ্যাকাররা তৈরি করছে ChatGPT চালিত টেলিগ্রাম বট

Last Updated:

অধিকাংশ ক্ষেত্রে API ব্যবহারকারী টেলিগ্রাম বট তৈরি করেই এটা করা হচ্ছে। আসলে হ্যাকিং ফোরামে নিজেদের এক্সপোজার বাড়ানোর জন্য এই বটগুলির বিজ্ঞাপন দেওয়া হয়।

নয়াদিল্লি: মাইক্রোসফট মালিকানাধীন ChatGPT ব্যবহার করে টেলিগ্রাম বট তৈরি করছে সাইবার-অপরাধীরা। আর এই টেলিগ্রাম বটগুলি আবার ম্যালওয়্যার লিখতে সক্ষম। ফলে মাধ্যমে মানুষের ডেটা চুরি করছে সাইবার-অপরাধীরা। নতুন এক গবেষণায় এই তথ্য প্রকাশ্যে এসেছে। আবার ধরা যাক, কেউ ব্যাঙ্কের ছদ্মবেশে ChatGPT-কে ফিশিং ই-মেল লেখার নির্দেশ দিয়ে ম্যালওয়্যার তৈরি করতে বলল। কিন্তু ChatGPT এটা তৈরি করবে না।
যদিও ChatGPT বিধিনিষেধ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ চালাচ্ছে। এরই মধ্যে অপরাধ দুনিয়ায় জোর গুঞ্জন, ChatGPT-র বিধিনিষেধ এবং সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য OpenAI API কীভাবে ব্যবহার করা হবে, সেটা প্রকাশ করা হচ্ছে। কিন্তু এটা কী ভাবে করা সম্ভব? চেকপয়েন্ট রিসার্চ বা সিপিআর-এর মতে, অধিকাংশ ক্ষেত্রে API ব্যবহারকারী টেলিগ্রাম বট তৈরি করেই এটা করা হচ্ছে। আসলে হ্যাকিং ফোরামে নিজেদের এক্সপোজার বাড়ানোর জন্য এই বটগুলির বিজ্ঞাপন দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?
ওই সাইবার-সুরক্ষা সংস্থা প্রথমে জানতে পেরেছিল যে, ২০১৯ সাল থেকেই বেসিক ইনফোস্টেলার ম্যালওয়্যারে কোডিং উন্নত করার জন্য ChatGPT ব্যবহার করে আসছে সাইবার-অপরাধীরা। আর তারা কীভাবে OpenAI প্ল্যাটফর্ম, বিশেষ করে ChatGPT ব্যবহার করে ফিশিং ই-মেল এবং ম্যালওয়্যারের মতো খারাপ কন্টেন্ট তৈরি করছে, তা নিয়ে বহু আলাপ-আলোচনা এবং গবেষণা হয়েছে। OpenAI-এর এপিআই-এর সাম্প্রতিকতম সংস্করণ ব্যবহার করে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন।
advertisement
advertisement
ফলস্বরূপ, এটা ফিশিং ই-মেল এবং ম্যালওয়্যার কোডের মতো খারাপ কন্টেন্ট তৈরির অনুমতি প্রদান করে। এমনকী ChatGPT নিজেদের ইউজার ইন্টারফেসে যে বিধি-নিষেধ এবং সীমাবদ্ধতা সেট করেছে, সেই সব ছাড়াই কিন্তু এই অনুমতি দেওয়া হয়। সিপিআর জানতে পেরেছে যে, আন্ডারগ্রাউন্ড ফোরামে এক সাইবার-অপরাধী নতুন ভাবে তৈরি পরিষেবার বিজ্ঞাপন দিয়েছে — কোনও রকম সীমাবদ্ধতা এবং বিধিনিষেধ ছাড়াই OpenAI API ব্যবহার করছে একটি টেলিগ্রাম বট। এক গবেষক জানিয়েছেন যে, এক জন সাইবার-অপরাধী একটা প্রাথমিক খসড়া তৈরি করেছিল। সেখানে অ্যান্টি-অ্যাবিউজ রেসট্রিকশন বাইপাস করতে OpenAI API ব্যবহার করা হয়।
advertisement
সাইবার-সুরক্ষা সংস্থাটি লক্ষ্য করেছে যে, রাশিয়ার সাইবার-অপরাধীদের OpenAI-এর বিধিনিষেধগুলিকে বাইপাসের চেষ্টা করছে, যাতে ChatGPT-কে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা যায়। ফলে ChatGPT-র ক্ষেত্রে সাইবার-অপরাধীদের আগ্রহও দিনে দিনে বাড়ছে। কারণ এর পিছনে থাকা এআই প্রযুক্তি হ্যাকারদের জন্য সুবিধাজনক হিসেবে প্রমাণিত হচ্ছে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সাবধান! চুরি যাবে মানুষের ডেটা; হ্যাকাররা তৈরি করছে ChatGPT চালিত টেলিগ্রাম বট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement