Google Pixel Self-Repair: ক্রেতা স্বাচ্ছন্দ্যে চূড়ান্ত পদক্ষেপ, এখন থেকে ঘরেই রিপেয়ার করা যাবে গুগল পিক্সেল স্মার্টফোন!

Last Updated:

Google Pixel self-repair: এখন থেকে ঘরে বসেই পাওয়া যাবে সেই ফোনের পার্টস। এরপর নিজেরাই সেটি লাগিয়ে নেওয়া যাবে গুগল পিক্সেল ফোনে।

Google Pixel self-repair: গুগল (Google) স্মার্টফোনের ইউজারদের জন্য সুখবর। কারণ তাঁদের সবথেকে বড় সমস্যার সমাধান হতে চলেছে। গুগল তাদের ফোনের ইউজারদের নিয়ে এসেছে সেল্ফ রিপেয়ার অপশন। যাঁরা গুগল পিক্সেল (Google Pixel) স্মার্টফোন ব্যবহার করেন তাঁরা এই সেলফি রিপেয়ার অপশন ব্যবহার করে নিজেরা ঘরেই ঠিক করে ফেলতে পারবেন তাদের ফোন। গুগল পিক্সেল ফোনের যে অংশ খারাপ হয়ে গিয়েছে সেটি ঘরেই ঠিক করে ফেলা যাবে। এখন থেকে ঘরে বসেই পাওয়া যাবে সেই ফোনের পার্টস। এরপর নিজেরাই সেটি লাগিয়ে নেওয়া যাবে গুগল পিক্সেল ফোনে। গুগল জানিয়েছে যে তাদের ফোনের ব্যাটারি, ক্যামেরা, স্ক্রিন ইত্যাদি সবকিছুই পাঠিয়ে দেওয়া হবে ইউজারদের বাড়ির ঠিকানায়। কিন্তু এখনও ভারতে গুগলের এই প্রোগ্রাম চালু করা হয়নি। গুগলের এই প্রোগ্রাম চালু করা হয়েছে আমেরিকা, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া এবং কিছু ইউরোপিয়ান দেশে।
গুগল কিছুদিন আগেই চালু করেছে তাদের এই সেলফ রিপেয়ার প্রোগ্রাম। এর মাধ্যমে গুগল পিক্সেল ফোনের বিভিন্ন পার্টসের সঙ্গে সঙ্গে ইউজারদের একটি রিপেয়ার কিট দেওয়া হবে। যার মধ্যে বিভিন্ন ধরনের টুল থাকবে। একই সঙ্গে সেই বক্সে থাকবে ট্রেনিং কিট। এর ফলে জানা যাবে কীভাবে সেটি গুগল পিক্সেল ফোনে সেট করতে হবে। এখন ভারতে গুগলের এই প্রোগ্রাম কবে চালু হয় সেটাই দেখার।
advertisement
advertisement
গুগল তাদের নতুন ফ্রি রিপেয়ার প্রোগ্রাম চালু করলেও, এটির জন্য কত টাকা খরচ করতে হবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। সুতরাং গুগল পিক্সেল ফোনের পার্টস বাড়িতে এনে সেটাকে সেটাকে ঠিক করে নিতে বেশি টাকা খরচ হবে না নতুন ফোন কিনতে বেশি টাকা খরচ হবে সেই ব্যাপারে এখনও কিছু বলা সম্ভব নয়।
advertisement
গুগলের প্রতিদ্বন্দী স্যামসাং (Samsung) কিছুদিন আগে এই একই ধরনের ফিচার চালু করেছে তাদের ইউজারদের জন্য। এর জন্য স্যামসাং আই ফিক্স-ইট এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। স্যামসাংও তাদের ইউজারদের বাড়িতে ব্যাটারি ডিসপ্লে এবং বিভিন্ন ধরনের ফোনের পার্টস পাঠিয়ে দেবে। স্যামসাং ফোনের কোনও ইউজার যদি তাঁর ফোনের নষ্ট হয়ে যাওয়া পার্টস এক্সচেঞ্জ করতে চান, তাহলে স্যামসাং নতুন পার্টস পাঠিয়ে সেই নষ্ট হয়ে যাওয়া পার্টস ফেরত নিয়ে নেবে। এবার গুগল চালু করল সেই একই ফিচার!
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Pixel Self-Repair: ক্রেতা স্বাচ্ছন্দ্যে চূড়ান্ত পদক্ষেপ, এখন থেকে ঘরেই রিপেয়ার করা যাবে গুগল পিক্সেল স্মার্টফোন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement