Samsung-এর লাখ টাকার ফোন মাত্র ৬০ হাজারে, অফার হাতছাড়া করবেন না
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Samsung Galaxy Z Flip 3: এক নজরে দেখে নেওয়া যাক কীভাবে এই ফোনটি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে
Samsung Galaxy Z Flip 3 ফোনটি পুরনো মডেল হলেও, এখনও এর বেশ জনপ্রিয়তা রয়েছে। বছরখানেক আগে লঞ্চ করা হয়েছিল এই Samsung Galaxy Z Flip 3 ফোন। এই ফোনে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য রয়েছে রিফ্রেশিং অপশন। এর ফলে এই ফোনটির জনপ্রিয়তা খুবই বেশি। ভারতে এখন Samsung Galaxy Z Flip 3 ফোনটি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে। এই সপ্তাহে নিয়ে আসা হয়েছে স্পেশাল অনলাইন সেল।
এই সেলে বিভিন্ন ধরনের ছাড়ের ফলে এই ফোনটি পাওয়া যাচ্ছে ৬০,০০০ টাকায়। আগের বছর লঞ্চ করা এই Samsung Galaxy Z Flip 3 ফোনে ব্যবহার করা হয়েছে স্নাপড্রাগন চিপসেট। ভারতে এখন এই ফোনটির ৬০,০০০ টাকায় পাওয়া গেলেও, এর আসল দাম প্রায় ১ লাখ টাকার কাছাকাছি। এক নজরে দেখে নেওয়া যাক কীভাবে এই ফোনটি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে।
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
Samsung Galaxy Z Flip 3 ফোনের স্পেশাল ডিসকাউন্ট -
advertisement
জনপ্রিয় অনলাইন ই কমার্স সংস্থা ফ্লিপকার্টে Samsung Galaxy Z Flip 3 ফোনটি পাওয়া যাচ্ছে ৫৯,৯৯৯ টাকায়। স্পেশাল উৎসবের মরসুমের কথা মাথায় রেখে এই সপ্তাহে এই ফোনটির ওপর দেওয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়। সাধারণত এই ফোনটি বিক্রি করা হয় ৮০,০০০ টাকায়। সে দিক থেকে দেখতে গেলে এখন ফ্লিপকার্টে এই ফোনটি পাওয়া যাচ্ছে খুবই আকর্ষণীয় ছাড়ে। এই ফোনটির ওপর রয়েছে বিভিন্ন ধরনের অফার। এর মধ্যে রয়েছে আকর্ষণীয় ব্যাঙ্ক অফার।
advertisement
Samsung Galaxy Z Flip 3 ফোনের ফিচার -
Samsung Galaxy Z Flip 3 ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৭ ইঞ্চির ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে ১২০ এইচ জেড রিফ্রেশ রেট স্ক্রিন। এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট। এই চিপসেট একটু পুরনো হলেও এখনও বেশ আকর্ষণীয়। এছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনে রয়েছে ১২ মেগাপিক্সেলের সেন্সর এবং ফোনের সামনে রয়েছে ১০ মেগাপিক্সেলের শ্যুটার। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৩৩০০ এমএএইচ ব্যাটারি।
advertisement
যে সকল গ্রাহক এই Samsung Galaxy Z Flip 3 কিনতে চান, তাঁদের জন্য রয়েছে বিরাট সুযোগ। কারণ ১ লাখ টাকার কাছাকাছি দামের ফোন ভারতে এখন পাওয়া যাচ্ছে মাত্র ৫৯,৯৯৯ টাকায়। যাঁরা ফোল্ডেবল ডিভাইস কিনতে চান তাঁদের জন্য এটি মহা আকর্ষণীয় ছাড় তো বটেই!
Location :
First Published :
October 17, 2022 10:32 AM IST