Mobile Game: মোবাইলে গেম খেলা নিয়ে বকা খান? এবার গেম খেলেই ছ'মাসে ১০ লক্ষ টাকা রোজগার করুন! জানুন

Last Updated:

Mobile Game: দারুণ সুযোগ। গেম খেলুন আর টাকা রোজগার করুন। জানুন

নয়া দিল্লি:  আদতে গণ্ডগোল করে ওই গেম শব্দটাই! অথচ, বোঝানো দায়, গেমিং আজকাল আর শুধু বিনোদনের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, তা একই সঙ্গে কেরিয়ার গড়ে তোলার সুযোগও দিচ্ছে নতুন প্রজন্মকে। গেমাররা যে দিন-রাত খেলার জগতে কাটিয়ে কত কত আয় করেন, সে নিয়ে একটা গোটা বই লিখে ফেলা যায়। এবার সেরকমই এক সুযোগ দেশের নতুন প্রজন্মের জন্য নিয়ে এল প্রসিদ্ধ মোবাইল ব্র্যান্ড iQOO।
iQOO সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইট মারফত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থা তাদের ভারতীয় শাখার জন্য চিফ গেমিং অফিসার বা CGO পদে নিয়োগের জন্য উঠে-পড়ে লেগেছে। অবশ্য, এই নিয়োগ চুক্তিভিত্তিক, মাত্র ৬ মাসের জন্য যোগ্য এবং উত্তীর্ণ প্রার্থী এই কাজে বহাল থাকবেন। কিন্তু এই ৬ মাসের স্বল্প পরিসরে কাজের জন্যই সংস্থা প্রার্থীকে দেবে ১০ লক্ষ টাকা।
advertisement
আরও পড়ুন:
advertisement
আসলে, মোবাইল ফোনও এখন গেমিংয়ের ব্যাপারে কতটা সাবলীল, তা কেনাকাটার ক্ষেত্রে একটা বিবেচ্য বিষয় হয়ে উঠেছে। এই ক্ষেত্রে নিজেদের পারফরম্যান্স প্রতিযোগীর তুলনায় উন্নতমানের রাখতে একাধিক টেস্টিংয়ের প্রয়োজন হয়। যেমন, গেম খেলে দেখা তা মোবাইলে কতটা ঠিকঠাক ভাবে চলছে, সেই সঙ্গে সংস্থার নিজস্ব গেম নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দানের ব্যাপারটা তো আছেই। এই সব পরখ করে দেখতেই চিফ গেমিং অফিসার নিয়োগ করতে চাইছে iQOO।
advertisement
আরও পড়ুন:
এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে ভারতীয় হতে হবে, বয়সসীমা ১৮ বছর থেকে ২৫ বছর। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ রতে হবে, এর পর প্রার্থীর স্ক্রিনিং হবে। সেই সময়েই গ্রহণ করা হবে আবেদন। এর পরের ধাপে থাকবে গেমিং রাউন্ড এবং অডিশন। আবেদন করতে হবে ১১ জুন, ২০২৩ তারিখের মধ্যে।
advertisement
আরও পড়ুন:
গেমপ্লে, গেমিং স্টাইল, গেমিং প্রেজেন্টেশন- এই সব কিছু নিয়ে কাজ করার সময়ে মনোনীত প্রার্থী দেশের সেরা গেমারদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন, তাঁকে সাহায্যের জন্য থাকবে iQOO-এর পেশাদাররাও। এবার কি তাহলে রেজিস্ট্রেশন করে দেখা যায়?
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Mobile Game: মোবাইলে গেম খেলা নিয়ে বকা খান? এবার গেম খেলেই ছ'মাসে ১০ লক্ষ টাকা রোজগার করুন! জানুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement